Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঞ্চল্যকর শিশু বর্ষা ধর্ষণ ও হত্যা মামলা পরিচালনা করবে হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

নগরীর জামালখানের চাঞ্চল্যকর শিশু বর্ষা ধর্ষণ ও হত্যা মামলা পরিচালনা করবে হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন। গত ২৪ অক্টোবর ৭ বছরের শিশু কন্যা বর্ষা নিখোঁজ ও পরবর্তীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা বিনা খরচে পরিচালনা ও বাদি পক্ষকে আইনি সহায়তা প্রদানের ঘোষণা দেয়া হয়।
গতকাল শিশুটির মা ঝর্ণা বেগম মামলাটি পরিচালনার জন্য ওকালতনামা ও নথিপত্র হস্তান্তরকালে সংস্থার মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহ্সান উক্ত ঘোষণা দেন। তিনি মামলাটি পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি বিশেষ হিউম্যান রাইটস অ্যাডভোকেট টিম গঠনের ঘোষণাও দেন। মামলার একমাত্র আসামি লক্ষণ দাশের (৩০) সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে আইনী লড়াই পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, মামলাটির এজাহার দায়েরের সময় আসামি সনাক্ত ও গ্রেফতার না হওয়ায় দন্ডবিধির ধারা যুক্ত হয়, মামলায় ধর্ষণের ধারা সংযুক্ত হয়নি। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় (রেপ উইথ মার্ডার) তদন্ত ও চার্জশীট হবে। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাই্যবুনালের বিচার্য, সঠিক ধারায় মামলা পরিচালনার জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিতে বিজ্ঞ আদালতে দরখাস্ত দিবে মানবাধিকার সংগঠন বিএইচআরএফ। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, অ্যাডভোকেট এএইচএম জসীম উদ্দিন, অ্যাডভোকেট মো. সাইফুদ্দিন খালেদ, অ্যাডভোকেট মো. বদরুল হাসান, অ্যাডভোকেট জিয়া উদ্দিন আরমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ