Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসবাবপত্র ও আনুষঙ্গিক পণ্যে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে ইশো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ৩:০৭ পিএম
আধুনিক ও বিশ্বব্যাপী সমাদৃত ডিজাইন নিয়ে আসার জন্য পরিচিত ব্র্যান্ড ইশো এবার মেগা ইয়ার এন্ড সেলে সব আসবাবপত্র ও আনুষঙ্গিক পণ্যের ওপর দিচ্ছে আকর্ষণীয় মূল্যছাড়। ২৫শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অফারটির মাধ্যমে ইশোর গ্রাহকরা তাদের পছন্দের গৃহস্থালী ও দৈনন্দিন জীবনযাত্রায় ব্যবহৃত বিভিন্ন পণ্য বেছে নিতে পারবেন। এর পাশাপাশি কর্মক্ষেত্রের কার্যকারিতা বাড়াতে ও কাজের সময়কে আরও আনন্দদায়ক করে তুলতে ব্র্যান্ডটি নিয়ে এসেছে অফিসে ব্যবহারযোগ্য নানা ধরনের আসবাবপত্র। অফারটি চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।
এই ক্যাম্পেইনে ক্রিসমাস এবং নতুন বছরের উৎসবমুখর সময়টিতে প্রিয়জনকে দেয়ার মতন অনেক উপহার পাওয়া যাবে। নতুন বছরে যারা ঘর বা অফিসে নতুন আবহ নিয়ে আসতে চাইছেন তাদের জন্যও এই ক্যাম্পেইন দারুণ এক সুযোগ। এছাড়া যারা নতুন বাড়িতে উঠে আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের উপায় খুঁজছেন তাদের জন্যও উপযোগী হবে এই ক্যাম্পেইন। ইশোর আধুনিক আসবাবপত্র ও আনুষঙ্গিক পণ্যের সাথে নতুনভাবে ২০২৩ সাল শুরু করতে পারবেন সবাই।
ইশোর ৪৫টি ক্যাটাগরির ৪৫০০টিরও বেশি পণ্য বিশ্বের বিভিন্ন স্থানের আসবাবশিল্প/সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে। দেশে উৎপাদিত এর পণ্যগুলো নতুন ট্রেন্ড চালু করে আসছে। প্রতিষ্ঠানটির মূল দর্শন হলো "গ্লোবাল এম্বিশন, লোকালি মেইড"। এর ফলে ইশো'র আসবাবপত্রের মান ও ফিনিশিং আন্তর্জাতিক পর্যায়ের হয়ে থাকে। এই কারণে বিদেশী আসবাবপত্র আমদানির ওপর দেশের নির্ভরতাও কমে ও খরচ হ্রাস পায়। বিভিন্ন উপাদান ও রঙের ইশো'র আসবাবপত্র আধুনিক গ্রাহকদের রুচি ও জীবনধারার সাথে মানানসই।
ইশোর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রায়ানা হোসেন বলেন, আমাদের লক্ষ্য হলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত বাসস্থানকে পুনরায় উদ্ভাবন করা যাতে সবাই নিজেদের জন্য উপযুক্ত একটি বসবাসের জায়গা তৈরি করতে পারে। ইশোর মেগা ইয়ার এন্ড সেলের মাধ্যমে আমাদের আসবাবপত্র আরও বেশি ঘরে ও জায়গায় এই লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে। 
যারা থাকার জায়গা, নতুন বাড়ি বা অফিসে অভিনবত্ব নিয়ে আসতে চান তারা ইশোর ওয়েবসাইটে গিয়ে সহজেই অনলাইনে কেনাকাটা করে দ্রুত ডেলিভারি উপভোগ করতে পারেন।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ