Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বেসিক ব্যাংকের অবস্থা অন্য ব্যাংকের চেয়ে খারাপ

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঋণ কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত ব্যাংক বেসিকের অবস্থা অন্য যে কোনো ব্যাংকের চেয়ে খারাপ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) গত এক বছরের লভ্যাংশের ১০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।
মুহিত বলেন, অনেক ব্যাংকই ভালো করছে। কিছু কিছু ব্যাংক ভালো করার চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থায় আছে বেসিক ব্যংক। ব্যাংকটির বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চেষ্টা করছে ওই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। কিন্তু বেসিক ব্যাংক কিছুই করতে পারছে না।
রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের বাণিজ্যিক লোন তুলে দেয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, এখন কৃষি লোন ভালো করছে। কেউ আর এখন ব্যাংক থেকে কৃষি লোন নিয়ে মেরে খায় না। তাই শুধু কৃষি লোন রেখে বাণিজ্যিক লোন তুলে দেয়া উচিত।
অর্থমন্ত্রী বলেন, আমাদের ব্যাংকিং খাত অনেক প্রসারিত হয়েছে। ব্যাংক প্রসার হয়ে অনেক ভালো হয়েছে। অনেকের টাকা-পয়সা আছে, সেগুলো ব্যবহার করতে ব্যাংকিং ব্যবস্থা বাড়ানো উচিত।
তিনি বলেন, ব্যাংকের সমস্যা আছে, প্রথম দিকে ব্যাংকিং নিয়ম-কানুন সঠিকভাবে পরিচালিত হয়নি। রাজনৈতিকভাবে মনোনয়ন সঠিক না হওয়ায় অনেকে শিল্পপতি হয়েছেন। তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তার দায় এখনো আমরা বহন করছি। তবে নতুন প্রজন্ম এখন অভিজ্ঞ।
মন্ত্রী বলেন, ব্যাংক একটু বেশি বেশি হয়ে গেছে। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। ব্যাংকের আইন-কানুন নিয়ে তৈরি থাকতে হবে।
তিনি বলেন, আগে ব্যাংক মারা যেত। এখন আর যায় না। দেশের অবস্থা ভালো হচ্ছে, তাই সবখানেই ভালো হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ