Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (সা.)’র আদর্শই হচ্ছে মানব জাতির মুক্তির একমাত্র পথ-মাওলানা এম এ কাদির আল হাসান

পর্তুগালে ঈদে মিলাদুন্নবী

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আবুল কালাম আজাদ, বালাগঞ্জ (সিলেট) থেকে : আনজুমানে আল ইসলাহ পর্তুগালের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর পর্তুগালের কাযা দো কাবিলা হলে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ইউকে’র যুগ্ম সম্পাদক ও লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে ইউ,কে’র চেয়ারম্যান মাওলানা এম এ কাদির আল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) হচ্ছে মুমিনের ঈদ। কারণ মহানবী (সা.) কে সৃষ্টি করা না হলে কোন কিছুই সৃষ্টি করা হতো না। তিনি হলেন সারা জাহানের জন্য রহমত। এ রহমত প্রাপ্তিতে শুকরিয়া স্বরূপ সবার খুশি উদযাপন করা ঈমানের দাবী। রাসূল (সা.) দুনিয়ায় তাশরিফ আনার ফলে বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ ফিরে পেয়েছিল তার  ন্যায্য অধিকার। সুতরাং তাঁর আদর্শ হচ্ছে মানব জাতির মুক্তির একমাত্র পথ।
আনজুমানে আল ইসলাহ পর্তুগালের সভাপতি ক্বারী আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ-এর উপস্থাপনায় মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ স্যানড, ওয়েল ইউ,কে’র সভাপতি মাওলানা রফিক আহমদ. আনজুমানে আল ইসলাহ মাদ্রিদ. স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক। অন্যান্যদের মধ্যে মাহফিলে বক্তব্য রাখেন, পর্তুগাল আওয়ামীলীগের সভাপতি জহিরুল আলম জসিম. মারতিম মনিজ বায়তুল মোকাররম মসজিদের সভাপতি ও কমিউনিটি নেতা রানা তাছলিম উদ্দিন, আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ফরহাদ মিয়া. পর্তুগাল আল ইসলাহ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শওকত ওসমান,পর্তুগাল বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী এমদাদ মিয়া প্রমুখ। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রচার সম্পাদক কামরুল ইসলাম, নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সহ প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ