পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এক কৃষকের সবজি বাগান থেকে প্রায় লাখ টাকার সবজি চুরি করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষক দেলোয়ার হোসেন জানান, তিনি ১ বিঘা জমির উপর লাউয়ের চারা রোপণ করে সবজির বাগান করে। মঙ্গলবার বিকালে প্রতিদিনের ন্যায় লাউয়ের চারার পরিচর্যার করে দেলোয়ার হোসেন বাড়িতে চলে যায়। পরদিন সকালে লাউয়ের সবজি বাগানে গিয়ে দেখতে পারেন লাউগুলো অজ্ঞাত চোরেরদল কেটে নিয়ে গেছে।
দোলোয়ার হোসেন আরো জানান, পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার কামরুল, শামীম, শাহীনসহ অজ্ঞাত ২/৩ জন মিলে সবজি বাগান থেকে লাউ চুরি করে নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে। এতে করে প্রায় দেলোয়ারের এক লাখ টাকার ক্ষতি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।