পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিবও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, শিল্প ও বাণিজ্য নগরীখ্যাত ছাতক জাতীয় উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষিণ এশিয়ার মধ্যে রাজস্ব আদায়ে বাংলাদেশ ও দেশের মধ্যে অভ্যন্তরীণ রাজস্ব আহরণে ছাতক ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, দেশে উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। তাই রাজস্ব আদায়ে সকলকে আরো এগিয়ে আসতে হবে। তিনি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় তাদের অভাবিত সাফল্য অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন, বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান আজ সর্বমহলে স্বীকৃত। এসময় তিনি ছাতক ব্রাঞ্চের সাফল্য কামনা করে দলমত নির্বিশেষে এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। বুধবার সকালে সুনামগঞ্জের শিল্প ও বাণিজ্য নগরী ছাতকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫৮তম শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মনিকা প্লাজার ২য় তলায় ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান কাজি মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক বেলাল উদ্দিন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।