প্রশ্ন : বিদেশ থেকে দেশে ফিরলে মুসাফির থাকা প্রসঙ্গে।
প্রশ্নের বিবরণ : আমি ২৩ বছর হল অষ্ট্রেলিয়া থাকি এবং বলতে গেলে এটাই এখন আমার পারমানেন্ট ঠিকানা। দেশে যাওয়া হয় খুব কম, তবে যখন যাই
প্রশ্নের বিবরণ : আমরা দুই ভাই দুই বোন আমি বড়, আমি কোনোদিন বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করি নাই, সবাই বিবাহিত। মা আমাকে দেখতে পারেনা, আমি বাড়ী থেকে কিছু নিতে গেলে আমাকে দিবেনা। বাকি ভাই বোনদের চাইলেই দিয়ে দেয়। আমি আলাদা খাই, মা বাবা ভাই ছোট বোন একসঙ্গে থাকে, বোন তালাক না নিয়ে চলে এসেছে। আমাকে কোন জমিও দেয়নি। বাবাও কিছু বলে না, আমি এখন কি করবো?
উত্তর : আপনি ধৈর্য ধরবেন। আপনি ভালো বলেই কেউ আপনাকে দেখতে পারে না। কারণ, যাকে দেখতে না পারলে কোনো অসুবিধা নাই, যার হক না দিলে কোনো সমস্যা নাই, তেমন মানুষকেই নিরাপদ ভেবে সবাই ঠকায়। আপনি ধৈর্য ও সদাচরণের নিজেন হক পাওয়ার চেষ্টা করুন। একসময় সবাই আপনাকে বুঝতে পারবে। আর যদি আত্মীয়রা বুঝতে নাও পারে, তাহলে আল্লাহ আপনাকে সবকিছু সময়মতো দিয়ে দেবেন। আপনার সমস্যা বহু মানুষের আছে। ধৈর্যের দ্বারা মোকাবেলা করতে হয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
cÖkœ : gv wbR mšÍvb‡K †`L‡Z bv cviv cÖm‡½|
gwgbyi Bmjvg
B‡gBj †_‡K
cÖ‡kœi weeiY : Avgiv `yB fvB `yB †evb Avwg eo, Avwg †Kv‡bvw`b evev gv‡qi m‡½ Lvivc AvPiY Kwi bvB, mevB weevwnZ| gv Avgv‡K †`L‡Z cv‡ibv, Avwg evox †_‡K wKQy wb‡Z †M‡j Avgv‡K w`‡ebv| evwK fvB †evb‡`i PvB‡jB w`‡q †`q| Avwg Avjv`v LvB, gv evev fvB †QvU †evb GKm‡½ _v‡K, †evb ZvjvK bv wb‡q P‡j G‡m‡Q| Avgv‡K †Kvb RwgI †`qwb| evevI wKQy e‡j bv, Avwg GLb wK Ki‡ev?
DËi : Avcwb ˆah© ai‡eb| Avcwb fv‡jv e‡jB †KD Avcbv‡K †`L‡Z cv‡i bv| KviY, hv‡K †`L‡Z bv cvi‡j †Kv‡bv Amyweav bvB, hvi nK bv w`‡j †Kv‡bv mgm¨v bvB, †Zgb gvbyl‡KB wbivc` †f‡e mevB VKvq| Avcwb ˆah© I m`vPi‡Yi wb‡Rb nK cvIqvi †Póv Kiæb| GKmgq mevB Avcbv‡K eyS‡Z cvi‡e| Avi hw` AvZ¥xqiv eyS‡Z bvI cv‡i, Zvn‡j Avjøvn Avcbv‡K mewKQz mgqg‡Zv w`‡q †`‡eb| Avcbvi mgm¨v eû gvby‡li Av‡Q| ˆa‡h©i Øviv †gvKv‡ejv Ki‡Z nq|
DËi w`‡q‡Qb : Avjøvgv gydwZ Devq`yi ingvb Lvb b`fx
m~Î : Rv‡gDj dvZvIqv, Bmjvgx wdK&n I dvZIqv wek¦‡Kvl|
cÖkœ cvVv‡Z wb‡Pi B‡gBj e¨envi Kiæb|
ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।