পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোটচুরির দুরভিসন্ধি থাকলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে (ইসি) শক্তিশালী করতো না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগই এদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে বলে দাবি করেন তিনি।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের ২২তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিএনপি ‘আজিজ মার্কা’ নির্বাচন কমিশন করেছিল মন্তব্য করে তিনি বলেন, ‘ভোটচুরি করলে এদেশের মানুষ মেনে নেয় না। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন জনগণ মেনে নেয়নি। জনগণ খালেদা জিয়াকে পদত্যাগে বাধ্য করেছে। পরে ১২ জুনের নির্বাচনে আমরা সরকার গঠন করি।’
শেখ হাসিনা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমাদের জেলে নিক আর যাই করুক, আমাদের কিছু প্রস্তাব বাস্তবায়ন করেছিল। ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স এটা আমাদের প্রস্তাব ছিল। আমাদেরই স্লোগান ছিল- আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। আগে আটটি সক্ষমতা তাদের নিজস্ব ছিল না। আমরা সেটা প্রধানমন্ত্রীর দফতর থেকে তাদের হাতে দিয়েছি। বাজেট থেকে সরাসরি তাদের টাকা দেওয়া হয়, যাতে তারা কাজ করতে পারে। ইভিএমের কাজ শুরু হয়েছে।
ভোট চুরির দুরভিসন্ধি থাকলে আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করতাম না। আজিজ মার্কা কমিশন করেই ভোট করতে পারতাম।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।