Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামী-স্ত্রীসহ নিহত ১৫

১২ জেলায় সড়ক দুর্ঘটনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দেশের ১২ জেলায় স্বামী-স্ত্রী, মামা-ভাগ্নে, মোটরসাইকেল আরোহী সহ ১৫ জন নিহত ও আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার দিনগত রাত ও গতকাল শুক্রবার দিনের বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে -
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার যুগিয়া পালপাড়ায় দুই মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মিরপুর উপজেলা বলবাড়িয়া ইউনিয়নে বাসিন্দা। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। তাদের হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালু ভর্তি ট্রলির পাশ দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল উল্টে সাঈদ নামে এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়। গতকাল দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটানাটি ঘটে। নিহত ব্যক্তি বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বকুলের ছেলে।
বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাক্টারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মনসুর আলীর ছেলে।
মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মির্জাপুরে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. আকাশ মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বিকেলে গোড়াই-সখিপুর সড়কের উপজেলার বাঁশতৈল চেয়ারম্যান বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের জুরান মার্কেট এলাকার আব্বাস উদ্দিনের ছেলে।
সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে সখিপুর-বাটাজোড় সড়কের পাথারপুর পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলির ছেলে মাসুদ রানা এবং একই গ্রামের আবদুস সালামের ছেলে শাকিব আহমেদ। নিহত মাসুদ রানা ভালুকা উপজেলার বাটাজোড় বাজারের মাসুদ মেশিনারিজ স্টোরের মালিক ও নিহত শাকিব আহমেদ ওই দোকানের কর্মচারী। তাঁরা সম্পর্কে মামা-ভাগ্নে। সখিপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-সিএনজি’র সংঘর্ষে সাইদুর রহমান নামে এক সিএনজি চালক নিহত হন। নিহত ব্যক্তি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশহাটি গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। গতকাল শুক্রবার ভোরে দুর্ঘটনা ঘটে। জানা যায়, গতকাল ভোরে সিএনজিতে যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিলো। এ সময় ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডের ডাংরি নামক স্থানে কাঠবোঝাই একটি ট্রাকে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।
পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা জানান, পুঠিয়ায় ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম সরকার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আরোহী পুঠিয়া পৌরসভার ৯ নম্বর ঝলমলিয়া ওয়ার্ডের মৃত দেদার হোসেনের ছেলে। গতকাল সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের কাঁঠালবাড়িয়া এলাকার জাকের মঞ্জিল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
খাগড়াছড়ি : রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী জীপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিলয় নামে এক পর্যটক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ৮ নম্বর পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত নিলয় চট্টগ্রামের পাহাড়তলী গ্রামের আবদুস সালামের ছেলে।
মেহেরপুর : মেহেরপুর শহরের ভূমি অফিস সামনে পাওয়ার টলির ধাক্কায় মুজারুল ইসলাম মণ্ডল নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের সাত্তার মণ্ডলের ছেলে। বাইসাইকেল করে মুজারুল ইসলাম মণ্ডল পিরোজপুর থেকে মেহেরপুর আসছিলেন। মেহেরপুর শহরের ভূমি অফিসের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টলি তাকে ধাক্কা মারে। এ সময় তিনি মারাত্মক আহত হন। পরে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ : দুই ছেলে-মেয়েকে নিয়ে বাইকে করে বেড়াতে যাচ্ছিলেন মিলন ও লিপি দম্পতি। কিন্তু পথে ট্রাকের ধাক্কায় সন্তানদের চোখের সামনেই নিহত হন তারা। গতকাল দুপুরে নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের তিন বছরের ছেলে আর আট বছরের মেয়ে আহত হয়েছে। নিহতদের বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে।
বগুড়ায় : বগুড়ায় পণ্যবাহী লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া আঞ্চলিক সড়কের শাজাহানপুরের মাঝিড়ার মঞ্জুর মটরসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসুদেব দাস শাজাহানপুরের ডেমাজানী এলাকার গোবিন্দ দাসের ছেলে। বাসুদেব পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
বরিশাল : বরিশাল-ঢাকা মহসড়কের কাশিপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত হয়েছে। গতকাল বিকেলে বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নগরীর এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, একটি বাস ঢাকা থেকে বরিশাল আসছিলো। একই সময় অন্য একটি বাস বরিশাল থেকে নেছারাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। বাস দুটি বরিশাল-ঢাকা মহসড়কের কাশিপুর চৌমাথা অতিক্রম কালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আবুল কালামের ঘটনাস্থলে নিহত হয়।
কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে নৈশ কোচের ধাক্কায় শহীদ মিয়া নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী। গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের ভাই ভাই মোড়ে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক রায়গঞ্জ ইউনিয়নের নার্সারী পাড়া গ্রামের বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ