Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওলানা ফিরোজ আশরাফির বাসায় পুলিশ পরিচয়ে তাণ্ডব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারি মহাসচিব মাওলানা ফিরোজ আশরাফির কদমতলী থানার মেরাজনগরের বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে গ্রেফতার অভিযান চালানো হয়। এসময় তারা মাওলানা ফিরোজকে বিভিন্ন হুমকি-ধমকি প্রদর্শন করে এবং জঙ্গি-জামাত বলে গালি দেয়। মাওলানা ফিরোজ আশরাফির পরিবারের পক্ষ থেকে তার নামে কোন ওয়ারেন্ট আছে কিনা জানতে চাইলে তারা তা দেখাতে অক্ষম হয়। তারপর তারা মাওলানা ফিরোজের বাসার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে ফিরোজের বৃদ্ধা মা শক্তভাবে তাদেরকে বাধা প্রদান করেন। উল্লেখিত ঘটনার পর এলাকার ধর্মপ্রাণ জনতা ও আলেম-ওলামাগণ দুশ্চিন্তায় ভুগছেন।
খেলাফত নেতা মাওলানা ফিরোজ আশরাফির বাসায় পুলিশ পরিচয়ে তাণ্ডব চালানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। নেতৃদ্বয় বলেন, মাওলানা ফিরোজ আশরাফী ছাত্রজীবন থেকেই হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনের সাথে জড়িত। তারা বলেন সুপরিচিত একজন আলেমকে এভাবে জঙ্গী জামাতের ত্বকমা দিয়ে হয়রানিতে প্রমাণ করে দেশে কোন জনগণের জান-মাল ও ইজ্জতের কোন নিরাপত্তা নেই। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই উল্লেখিত ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ