Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মুক্তিযুদ্ধে আলেমদের অবদান অনস্বীকার্য : মাওলানা মুজিবুর রহমান হামিদী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৭:৩৭ পিএম

দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধে দল-মত নির্বিশেষে বিজয়ের মালা ছিনিয়ে আনার জন্য সকলে একযোগে ঝাপিয়ে পড়েন। একাত্তরের সংগ্রাম শুধু সশস্ত্র মুক্তিযুদ্ধ ছিল না। বরং তা জনযুদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

আজ শুক্রবার সকালে লালবাগ কেল্লার মোড়স্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭১ সালে এ দেশের মানুষ অস্ত্র -বস্ত্র, অর্থ ও সমর্থন দিয়ে মুক্তিযুদ্ধ সহযোগিতা করেছেন। মুক্তিযুদ্ধের সমর্থনে দেয়া হাফেজ্জী হুজুর রহ, এর দ্বীপ্ত ঘোষণা "৭১ এর সংগ্রাম, জালিমের বিরুদ্ধে মজলুমের সংগ্রাম" তাওহিদী জনতার মাঝে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থনকে আরো বেগবান করে দিয়েছে, যার ফলে দেশের বিভিন্ন স্থানে উলামায়ে কেরাম মুক্তিবাহিনীর সাথে মিলে দূর্ধর্ষ গেরিলা যোদ্ধা, কমান্ডারসহ বিভিন্ন গুরু দায়িত্ব আন্জাম দিয়ে লাল সবুজের পতাকাকে সমুন্নত করেন।

মুক্তিযুদ্ধে উলামায়ে কেরামের অবদানকে অস্বীকার করার কোন সুযোগ নেই। যারা ঢালাওভাবে মুক্তিযুদ্ধকেন্দ্রীক দেশের সম্মানিত আলেমসমাজকে হেয় প্রতিপন্ন করে কথা বলেন, তাদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর উপদেষ্টা ইন্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি, নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা আখতারুজ্জামান আশরাফী, প্রচার সম্পাদক মুফতী জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা আবু বকর, দপ্তর সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, শ্রম সম্পাদক জাফর আহমদ, প্রিন্সিপাল শফিকুল ইসলাম ও আব্দুর রব প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ