Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে : বিবৃতিতে আ স ম রব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতার প্রচন্ড উম্মত্ততায় সরকার কার্যত মুক্তিযুদ্ধের চেতনার হাতে ‘হাতকড়া’ আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে ‘ডান্ডাবেড়ি ’ পরিয়ে দিয়েছে। তিনি হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানো অবস্থায় মায়ের জানাজা পড়াতে ইউনিয়ন বিএনপির সভাপতিকে বাধ্য করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো গতকাল এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
আ স ম রব বলেন, এই জঘন্য ঘটনা বিরোধী রাজনীতির প্রতি কর্তৃত্ববাদী সরকারের চরম জিঘাংসার বহিঃপ্রকাশ। এ ধরনের সংবিধান বহির্ভ‚ত এবং অমানবিক ঘটনায় সরকার মোটেই অনুতপ্ত নয় বরং সব নিষ্ঠুরতা ও বীভৎসতাকে সরকার গৌরবজনক মনে করে।

তারা বলেন, গত দেড় দশক ধরে বিরোধী মত ও পথের ওপর ষড়যন্ত্র ও চক্রান্তের তকমা, গায়েবি নাশকতার অভিযোগ উত্থাপনের মাধ্যমে- গুম, খুন, অপহরণ, গ্রেফতার, অত্যাচার-নির্যাতন ও নিষ্ঠুরতা প্রয়োগ করে সরকার অশুভ ‘দৈত্য’ হয়ে উঠেছে। মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের মাধ্যমে সরকার সব অবৈধ কর্মকান্ড, নিষ্ঠুরতা ও বীভৎসতাকে ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা করে যাচ্ছে। এছাড়া বেশ কিছু তাবেদার দল, সংগঠন ও ব্যক্তি- স্তাবকতার মাধ্যমে সরকারের সব অন্যায্য, অমানবিক ও অগণতান্ত্রিক কার্যকলাপকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে রাষ্ট্রকে গভীর সংকটে নিপতিত করছে।

রব বলেন, সরকার ক্ষমতার মাত্রাতিরিক্ত দম্ভে কান্জ্ঞাডনহীন, দিশেহারা ও ভারসাম্যহীন হয়ে পড়েছে, যা রাষ্ট্র ও জনগণের জন্য নিরাপদ নয়। সুতরাং এ অগণতান্ত্রিক ও অমানবিক সরকারকে অপসারণ করার লক্ষ্যে গণজাগরণ গড়ে তোলাই রাষ্ট্রের সব নাগরিকের মৌলিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ