Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের বাজারে এলো নতুন ফিচার ফোন ডিজো

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ৯:৩৮ পিএম

দেশের বাজারে লাইফস্টাইল প্রোডাক্টের পাশাপাশি এবার ফিচার ফোন নিয়ে এলো ডিজো। বাংলাদেশে তৈরি ডিজোর ফিচার ফোনটি নিয়ে এলো সেলেক্সট্রা লিমিটেড। ডিজো’র এই ফোনটিতে স্পেশাল অফার হিসেবে থাকছে ৩৬৫ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। দেশের বাজারে বর্তমানে ৭২ শতাংশ ফিচার ফোনের চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটাতে ব্যবহারকারীদের কাছে জায়গা করে নিতে এসেছে ডিজোর ফিচার ফোন।


ডিজো ব্র্যান্ডের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন "আমরা সেলেক্সট্রা লিমিটেড বিগত তিন বছর ধরে সবসময় গুণগত এবং মানসম্মত ব্র্যান্ড নিয়ে কাজ করে আসছি, এরই ধারাবাহিকতায় বাংলাদেশে তৈরি রিয়েলমি টেক লাইফ এর ডিজো এর ফিচার ফোনটি আনতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

সেলেক্সট্রা লিমিটেডের হেড অব সেলস মামুন খান বলেন "আমরা আশা করছি ডিজো ব্র্যান্ডের এই ফিচার ফোনটি আমাদের দেশের সব ধরনের কনজিউমারের জন্য সময় উপোযোগী একটি ফোন। কারণ সব ব্র্যান্ড যখন ফিচার ফোনের দাম বাড়াচ্ছে ঠিক সে সময় আমরা বাজারে এই সাশ্রয়ী মূল্যের ফোনটি আনতে পেরেছি। ডুয়াল সিমের ফোনটিতে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে, ১৪৩০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি, এক হাজার কন্ট্যাক্ট সেভ করার অপশন, এবং কল রেকর্ডিংয়ের সুবিধা। ফোনটিতে ৬৪ জিবি পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে আর ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ লাইটও আছে। আর কনজিউমারের জন্য রয়েছে স্পেশাল অফার ৩৬৫ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

রিয়েলমি টেক লাইফের সাব ব্র্যান্ড ডিজো সম্প্রতি ডিজো স্টার-৪০০ মডেলের ফিচার ফোনটি বাংলাদেশে এনেছে। ফোনটি সারাদেশের সব মোবাইলের দোকানসহ, দারাজ, রবিশপ, সেলেক্সট্রা লিমিটেডের অনলাইন ও অফলাইন উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। কালো, সবুজ ও নীল এই তিনটি রঙে ডিজো ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ