Inqilab Logo

রোববার ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ০৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হকার উচ্ছেদ বন্ধের দাবি ছিন্নমূল হকার্স সমিতির

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পুনর্বাসন বা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতি। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে হকার ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভায় সংগঠনের নেতারা এ দাবি জানান।
ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে অনেকে হকারই এ পেশায় যুক্ত হয়েছেন। তাই হকারদের জলবায়ু পরিবর্তন ক্ষতিপূরণের তহবিলের অর্থ দিয়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া ব্যাংক লোনের মাধ্যমে হকারদের বিদেশে কর্মস্থানের ব্যবস্থা করে হকার সংখ্যা কমানোর দাবি জানান তিনি।
কামাল সিদ্দিকী বলেন, ছিন্নমূল ঠিকানা প্রকল্পের ন্যায় ভূমিহীন হকারদের তালিকা করে সরকারি খাস জমিতে আবাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিৎ। এ ছাড়া সরকার ঘোষিত নিম্ন ও মধ্যবিত্তদের ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে হকারদের অগ্রাধিকার দিলে হকার সংখ্যা কমে আসবে।
এ সময় বক্তারা হকারদের ব্যবসা ও নিরাপত্তাসহ সামাজিক মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
ভ্রাম্যমাণ হকারদের (ফেরিওয়ালা) নিরাপাত্তা দিয়ে তাদেরকে লঞ্চ, ট্রেন ও বাসে ফেরি করে ব্যবসা করার লাইসেন্স প্রদানের দাবি জানান।  
এ সময় বিএফটিইউসির সভাপতি আব্দুল মুকিত খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আতিকুর আলম, ইউনাইটেড লেবার ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন, বিএফটিইউসির সহ-সভাপতি নুর মোহাম্মদ আকন্দ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ