Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহবাগে চাকরিপ্রত্যাশীদের গণঅনশন চলছে : শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

 শিক্ষামন্ত্রীর আশ্বাসে শাহবাগ মোড় অবরোধ ছেড়ে আবারও জাতীয় গ্রন্থাগার অধিদফতরের সামনে এসে অবস্থান নিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসি) সনদধারীরা। গতকাল বুধবার আন্দোলনকারীরা জানান, বিকেলে রমনা থানার এডিসির মাধ্যমে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয় তাদের। এ সময় শিক্ষামন্ত্রী তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

তবে আশ্বাস পেলেও বুধবার শিক্ষামন্ত্রী ব্যস্ত থাকায় শিক্ষক নেতারা দেখা করতে পারেননি। এরপর ফের তারা আবারও আগের জায়গায় ফিরে আসেন।

নিবন্ধনধারী ও প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ বিন্দু দাস পান্ডে জানান, ৩টা ৫০ মিনিটের দিকে এখানে থাকা রমনা থানার এডিসি আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন ফোনে। শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতাদের পাঁচ-ছয় মিনিট কথা হয়। এ সময় তিনি আমাদের আশ্বস্ত করে বলেন, তিনি আমাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগ করে আমাদের দাবি শুনে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি জানিয়েছেন, শিডিউল গ্যাপ না থাকায় তিনি ২৯ বা ৩০ ডিসেম্বর আমাদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গণ-অনশন চলমান থাকবে নাকি আপাতত স্থগিত করা হবে, এ নিয়ে মিটিং চলমান রয়েছে প্যানেল প্রত্যাশি নিবন্ধিত শিক্ষক সংগঠন কেন্দ্রীয় কমিটির।

প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, গণ-অনশন আগের মতো চলবে। আগামী ২৯ বা ৩০ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় গ্রন্থাগার অধিদফতরের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা করলে পুলিশ তাদের শাহবাগ মোড় বাধা দেয়। তারা বাধা অতিক্রম করলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। পরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় পুলিশ তাদের চারদিক থেকে ঘিরে রাখে। পরে পুলিশের অনুরোধ ও শিক্ষামন্ত্রীর আশ্বাসে তারা অবরোধ ছেড়ে দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ