Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা কেন অবৈধ নয় -হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ কেন অবৈধ ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিধিমালার পাঁচ ধারায় অ্যাসোসিয়েট প্রফেসর (সহযোগী অধ্যাপক) পদ কেন অন্তর্ভুক্ত করা হবে না-জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আগামী ৪ সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের শুনানি শেষে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের অবকাশকালিন ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। গতকাল বুধবার এ তথ্য জানান রিটের পক্ষের আইনজীবী মো: মাসুদ রানা। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়।

অ্যাডভোকেট মো: মাসুদ রানা বলেন, সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ এর ৫ ধারায় বলা হয়েছে-অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রভাষক পদধারিরা সরকারিকরণের আওতায় থাকবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য সহযোগী অধ্যাপকদের পদের কথা উল্লেখ করা হয়নি। দীর্ঘদিন থেকে তারা এ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

এই গেজেট চ্যালেঞ্জ করে সহযোগী অধ্যাপকদের পক্ষে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইমরান হোসেনসহ ৬ অ্যাসোসিয়েট প্রফেসর রিট করেন। রিটে তাদের গেজেটে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা চাওয়া হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ