Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রাহকদের সর্বাধুনিক নিরাপত্তা প্রদানে ইউসিবি ও মাইক্রোসফটের চুক্তি সই

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ৭:৩৩ পিএম

গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমে ভিন্নমাত্রা সংযোজন (এক্সসেপশনাল ভ্যালু), খরচ-সাশ্রয় (কস্ট সেভিংস) ও অত্যাধুনিক নিরাপত্তায় মাইক্রোসফটের সল্যুশন ব্যবহার করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। সম্প্রতি রাজধানীর গুলশানে ইউসিবি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লাইসেন্সিং সল্যুশন পার্টনার হিসেবে থাকরাল ওয়ান মাইক্রোসফট এন্টারপ্রাইজ অ্যাগ্রিমেন্ট (চুক্তি) এর মাধ্যমে ব্যাংকটিকে কস্ট সেভিংস, বিভিন্ন ধরনের সুবিধা ও উদ্ভাবনের মাধ্যমে নতুন মাত্রা সংযোজনের বিষয়টি নিশ্চিত করবে। পাশাপাশি, এ চুক্তিটি সফটওয়্যার সার্ভিসেস ও লাইসেন্স কেনার বিষয়টিকে সহজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ ইনফরমেশন টেকনোলজি কাশেফ রহমান, মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়া, চিফ অপারেটিং অফিসার মার্ক ওয়ালটন, মাইক্রোসফট ভুটান, বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ইউসুপ ফারুক এবং মাইক্রোসফট লাইসেন্সিং সল্যুশন পার্টনার থাকরাল ওয়ানের চিফ এক্সিকিউটিভ অফিসার বাসাব বাগচী।

এ নিয়ে ইউসিবি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতিনিয়ত নিত্য নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটছে। এ পরিস্থিতিতে, ব্যাংকের পারফরমেন্স বৃদ্ধি ও সাইবার নিরাপত্তায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন। এ অংশীদারিত্ব আমাদের ব্যাংক কে প্রয়োজন অনুসারে সর্বাধুনিক মাইক্রোসফট সফটওয়্যার পরিষেবা ও লাইসেন্সগুলো নির্বিঘেœ ব্যবহার করার ক্ষেত্রে ম্যানেজেবল (পরিচালনযোগ্য) ও কাস্টমাইজড বাণিজ্যিক লাইসেন্সিং প্রোগ্রামের সুবিধা দিতে, প্রতিযোগিতামূলক দৃষ্টিভঙ্গি প্রদর্শন ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

যেসব প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন ব্যবহারকারী বা ডিভাইস রয়েছে তাদের জন্য মাইক্রোসফট এন্টারপ্রাইজ অ্যাগ্রিমেন্ট সেরা মান প্রদান করে। এ চুক্তির অধীনে, ব্যাংকের কাছে একটি কাস্টমাইজড সল্যুশনের প্রবেশাধিকার থাকবে। এ সল্যুশনে থাকছে মাইক্রোসফট ৩৬৫, মাইক্রোসফট ৩৬৫ এন্টারপ্রাইজ প্ল্যান (ইথ্রি, এফথ্রি), ডেস্কটপ অ্যাপগুলোর আপ-টু-ডেট স্যুট সহ এন্টারপ্রাইজের জন্য বিভিন্ন অ্যাপস এবং মাইক্রোসফট ডিফেন্ডার ফর অফিস প্ল্যান-১, যা ব্যাংকটিকে সন্দেহজনক ও ক্ষতিকর ইমেইল ও লিংক থেকে সুরক্ষিত রাখবে।

এ বিষয়ে মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটসের জেনারেল ম্যানেজার সুক হুন চিয়া বলেন, মাইক্রোসফটের অত্যাধুনিক প্রযুক্তিগুলো গ্রহণ করার মাধ্যমে ইউসিবি’র কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং একটি প্রতিযোগিতামূলক আবহ তৈরি হবে; পাশাপাশি তাদের গ্রাহকদের আরো ভালো পরিষেবা দিতে সক্ষম করে তুলবে বলে আমি মনে করি। ইউসিবি মাইক্রোসফটের ওপর যে আস্থা রেখেছে, এ অংশীদারিত্বটি সে বিষয়টিকে তুলে ধরে। এছাড়া, বাংলাদেশের বৃহত্তম এই বেসরকারি ব্যাংক কে এমপাওয়ার করার মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং তাদের গ্রাহক, কর্মী, ডেটা ও অবকাঠামো সুরক্ষা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রæতিকে প্রতিফলিত করে।

এই সল্যুশনটি ব্যাংকের জন্য মাইক্রোসফট সিকিউরিটি এন্ড ইউজার আইডেন্টিটি সহ সুরক্ষা ও কমপ্লায়েন্স সংক্রান্ত বিভিন্ন ফিচার ব্যবহার করার সুযোগ তৈরি করবে। যার ফলে ব্যবহারকারীরা নিশ্চিন্তে কানেক্টেড ওয়ার্ল্ডের সুবিধা গ্রহণ করতে পারবে এবং এ ফিচারগুলো প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। অন্যদিকে, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট একটি হাইব্রিড ওয়ার্কস্পেস পরিবেশকে সুরক্ষিত রাখবে, কারণ মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) অ্যাকাউন্ট বা অ্যাপ ব্যবহারের সময় সাইন-ইন প্রক্রিয়ায় আরও এক স্তরের নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করবে।

এ নিয়ে মাইক্রোসফট এসইএ নিউ মার্কেটসের চিফ অপারেটিং অফিসার মার্ক ওয়ালটন বলেন, মাইক্রোসফট সার্বিক নিরাপত্তা সুরক্ষা প্রদানের জন্য প্রতিশ্রæতিবদ্ধ, যা বর্তমানের সবচেয়ে চ্যালেঞ্জিং নিরাপত্তা চাহিদা পূরণে ক্রেতাদের সাহায্য করে। ইউসিবি নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে এবং গ্রাহকদের প্রয়োজনীয় নিশ্চয়তার জন্য আমাদের প্রযুক্তির ব্যবহার করছে। বিশেষ করে, আর্থিক খাতের ক্রমবর্ধমান সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আমাদের এই প্রযুক্তি সহায়ক ভূমিকা রাখবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ