পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কর্পোরেট গভর্নেন্স-এ স্বচ্ছতা, জবাবদিহিতা ও সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ‘ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিজ’ ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ‘কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’-এ স্বর্ণপদক অর্জন করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউসিএল-এর কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা ও ইউসিএল-এর হেড অব ফাইন্যান্স মো. হুমায়ুন কবীর এর হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিএসবি এর এফসিএস মোহাম্মদ আসাদ উল্লাহ ও এফসিএস এম নুরুল আলম সহ অন্যান্যরা।
সোমবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।