Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টার্টআপের জন্য আয়োজিত ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩ -এ অংশগ্রহণে ভিসার আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২২, ৬:২১ পিএম

বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর জন্য ‘ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২৩’ এর আবেদন গ্রহণ শুরু করেছে ভিসা। এই প্রোগ্রামের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি বাড়ানোসহ এই অঞ্চলে ভিসা’র অংশীদারদের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবে স্টার্টআপগুলো। এবারের প্রোগ্রামের মূল আকর্ষণ- ওয়েব ৩ দশমিক ০ সল্যুশন, গ্লোবাল মানি মুভমেন্ট, এমবেডেড ফাইন্যান্স, মার্চেন্ট অ্যান্ড স্মল বিজনেস এনাবলার্স এবং ওপেন ব্যাংকিং। সোমবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেমেন্ট খাতের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোতে সহযোগিতা করার জন্য এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্টার্টআপগুলোর সাথে কাজ করবে ভিসা অ্যাকলেরেটর প্রোগ্রাম। স্টার্টআপগুলো ৬ মাসব্যাপী এই প্রোগ্রামে পেমেন্ট সল্যুশন উন্নয়নে, নিরীক্ষায় এবং সল্যুশনগুলো নিয়ে বারবার কাজ দেখতে ভিসা’র পেমেন্ট এক্সপার্ট, প্রোডাক্ট আর্কিটেক্ট ও বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাছ থেকে পরামর্শ গ্রহণণের সুযোগ পাবে। স্টার্টআপগুলো ভিসা’র আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও ডিজিটাল অংশীদারদের বিস্তৃত নেটওয়ার্কের সুযোগ কাজে লাগিয়ে খুব সহজেই মার্কেটে নিজের অবস্থান তৈরি করে নিতে সক্ষম হবে।

প্রোগ্রামটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রবৃদ্ধিতে দীর্ঘমেয়াদে কাজ করতে আগ্রহী, এই অঞ্চলে এখনও কাজ করে যাচ্ছে এবং মার্কেট-ভ্যালিডেটেড সল্যুশন রয়েছে এমন সিরিজ-এ বা তার ওপরের পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য উপযোগী একটি প্রোগ্রাম। প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদন গ্রহণের প্রক্রিয়া শেষ হবে আগামী বছরের ১০ জানুয়ারি।

এ বিষয়ে ভিসা’র বাংলাদেশ, নেপাল, ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, বাংলাদেশে তৃতীয়বারের মতো ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। গতবার অংশগ্রহণ করা স্টার্টআপগুলো অসাধারণ সব আইডিয়া নিয়ে এসেছিল এবং এগুলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভিসা’র গ্রাহক ও অংশীদারদের সাথে ৯টি বাণিজ্যিক চুক্তি করতে সক্ষম হয়েছিল। আমাদের লক্ষ্য বাংলাদেশের স্টার্টআপগুলোর সক্ষমতা তৈরি করা ও নতুন মার্কেটে তাদের প্রবৃদ্ধি বাড়াতে সহযোগিতা করা। আবেদনকারীদের আমন্ত্রণ জানিয়ে এবং প্রোগ্রামটি সফল করতে সহায়তা পেয়ে আমরা উচ্ছ¡সিত।

গত বছর, ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ -এ বাংলাদেশ থেকে প্রথম স্টার্টআপ হিসেবে টালিখাতা, পাঁচ প্রতিযোগীর একটি হিসেবে নির্বাচিত হয়েছিল। টালিখাতা ও ভিসা একত্রে, টালিখাতার মার্চেন্ট প্ল্যাটফর্ম ও ডেটা এবং সাপ্লায়ার পেমেন্ট ও ব্যবসার খরচের ক্ষেত্রে ভিসা ক্রেডেনশিয়াল ব্যবহার করে ক্ষুদ্র ব্যবসার অর্থায়নে সক্ষমতা বৃদ্ধি করে। ভিসা অ্যাকসেলেরেটর প্রোগ্রাম ২০২২ এর বাকি স্টার্টআপগুলো হচ্ছে- ভারতের পেরফিওস, নিউজিল্যান্ডের সাইমঞ্জ, জাপানের মানিট্রি এবং সিঙ্গাপুরের ট্রিপলএ।

৬ মাসের এই প্রোগ্রামটি শেষ হলে, স্টার্টআপগুলো প্রুফ-অব-কনসেপ্ট টেস্টের ফলাফল ও অন্যান্য ব্যবসায়িক প্রয়োজন সহ বিভিন্ন কারণে পোস্ট-প্রোগ্রাম এনগেজমেন্ট মডেলে অংশগ্রহণের সুযোগ পাবে।

প্রোগ্রামে অংশগ্রহণের উপায় সহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: https://www.visa.com.sg/apaccelerator



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ