পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকায় এসি বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগম (৪৫) মারা গেছেন। গত শনিবার দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ। তার অবস্থাও আশঙ্কাজনক। এর আগে শুক্রবার দিনগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজেরা বেগম ছাড়াও আরিয়ান নামে এক কিশোর দগ্ধ হয়।
আরিয়ানের বাবা রেজাউল ইসলাম জানিয়েছেন, গত শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তার ছেলে ও হাজেরা বেগমকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।