Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাইফ-কারিনার ঘরে এলো ‘ছোট নবাব’

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পতৌদীর নবাব-বলিউড অভিনেতা সাইফ আলী খানের পরিবারের এসেছে নতুন সদস্য। প্রথম সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সন্তানের নাম রাখা হয়েছে তৈমুর আলী খান পতৌদী। গতকাল সকালে সাইফ ও স্ত্রী কারিনা এক বিবৃতিতে এ খুশির সংবাদটি জানিয়েছেন। জানা গেছে, মা ও ছেলে দু’জনই এখন ভালো আছেন।
গতকাল সকাল সাড়ে সাতটায় নবজাতকটির মুখ দেখেন বলিউডের অন্যতম আলোচিত জুটি ‘সাইফিনা’। কয়েকটি গণমাধ্যম নিশ্চিত করেছে, অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি কারিনার। স্বাভাবিক প্রক্রিয়াতেই মা হয়েছেন এ অভিনেত্রী। তবে পরিবারের পক্ষ থেকে বিষয়টি এখনও স্পষ্ট করা হয়নি।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত সোমবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে কারিনাকে হাসপাতালে নিয়ে যান সাইফ। এরপর সকালে নবজাতক পৃথিবীর মুখ দেখে।
এদিকে নতুন এ অতিথিকে ঘিরে শুধু পতৌদী পরিবারেই নয়, বলিউডজুড়ে বইছে আনন্দের বন্যা। সামাজিক মাধ্যমে তাকে বরণে নানা বার্তা ভেসে বেড়াচ্ছে। তৈমুরের জন্মের পরপরই টুইটারে নির্মাতা করণ জোহর খবরটি সবাইকে জানান। এরপর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে সংবাদটি নিশ্চিত করেন কারিনার বাবা রণধীর কাপুর।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে কারিনা ও সাইফ জানিয়েছিলেন, সব ঠিক থাকলে ২০ ডিসেম্বর শুভ সংবাদটি তারা দিতে পারবেন। সে অনুযায়ী এলো খবরটি। তৈমুর কারিনার প্রথম সন্তান। তবে সাইফের এটি তৃতীয় সন্তান। সাবেক স্ত্রী অমৃতা সিংয়ের ঘরে সাইফের আরও দুই সন্তান রয়েছে, তাদের নাম ইব্রাহিম ও সারাহ। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ