পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের জাতীয় শিক্ষা ব্যবস্থার অবিচ্ছেদ্ধ অংশ আলিয়া নেসাবের শিক্ষা স্তর। সাধারণ শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে চলায় আলিয়া মাদরাসা ও সাধারণ শিক্ষাকে সমমান করা হয়েছে বহু আগেই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমানে কিছু বিষয়ে সাধারণ শিক্ষার সাথে মাদরাসার বৈষম্য লক্ষ করা যাচ্ছে।
সম্প্রতি সাধারণ শিক্ষা ধারার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হলেও মাদরাসার ইবতেদায়ী স্তরের জন্য এখনও কোন পরিপত্র কিংবা প্রজ্ঞাপন জারী করা হয়নি। যার মাধ্যমে বৈষম্য স্পষ্ট হয়েছে। অথচ বিগত বছর সমূহে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে আসছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আল-ফারুক আদর্শ মাদরাসা (সিরাজগঞ্জ) কর্তৃক আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইবতেদায়ী মাদরাসা শিক্ষার্থীদের বঞ্চিত করার প্রতিবাদে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন ও অনশন থেকে প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার প্রতিষ্ঠাতা সা-আদ বিন জাহান এসব কথা বলেন।
তিনি বলেন, মাদরাসা শিক্ষার্থীরা প্রতিবছর ট্যালেন্টপুল এবং জেনারেল গ্রেডে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। কিন্তু ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ না করতে পেরে দেশের সকল মাদরাসা শিক্ষার্থীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়, মাদরাসা অধিদফতর, মাদরাসা বোর্ডের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন সদুত্তর পাওয়া যায়নি। দেশের মাদরাসা শিক্ষার্থীরা যেন আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে সে ব্যাপারে সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।