Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিজভীকে আরো ৪ মামলায় গ্রেফতার দেখানো হল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরবর্তীতে পল্টন থানায় করা মামলায় তাকে আসামী করা হয়। সেই মামলাতেই তিনি কারাগারে রয়েছেন। রুহুল কবির রিজভীকে এবার শাহবাগ থানার চার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে গতকাল বৃহস্পতিবার তা মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, বিচারাধীন তিন মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। আর এক মামলা তদন্তাধীন। এ চার মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে। পরে বিচারক তা মঞ্জুর করেন। রিজভীকে এদিন শুনানির জন্য আদালতে হাজির করা হয়। গত ৭ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ