Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগে বসন্তের কোকিলদের প্রয়োজন নেই

২৪ ডিসেম্বর রাজধানীতে বিএনপিকে গণমিছিল না করার আহ্বান ভার্চুয়ালি ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ৩:৩৫ এএম

আওয়ামী লীগে বসন্তের কোকিলদের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগে বসন্তের কোকিলদের প্রয়োজন নেই। কক্সবাজারে দলের নেতারা কখন কী কী করেন, তা এলাকার সাধারণ জনগণ অবশ্যই জানেন, তবে নানা কারণে প্রকাশ করেন না।’ তাই এমন কাজ করবেন না, যা করলে নিজের এবং দলের বদনাম হয়, সুনাম নষ্ট হয়,। ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার মাস্টারমাইন্ড তারেক জিয়া। তিনি বলেন, ‹বিএনপি যে হাত দিয়ে আক্রমণ করবে, আওয়ামী লীগ কর্মীদের সে হাত ভেঙে দিতে হবে। এটি নেতা শেখ হাসিনার নির্দেশ। বাংলাদেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনাকে দরকার।’

এর আগে সকাল ১১টার দিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‹বিএনপি যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতন করেছে, তা কল্পনাও করা যায় না। তারা হত্যা, খুন, লুটপাটের রাজনীতি করে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে একই সুরে বলতে চাই, যে হাতে তারা বিএনপি আক্রমণ করতে আসবে, সে হাত ভেঙে দিবেন যেন আর আক্রমণ করতে না পারে।

সম্মেলনের প্রথম অধিবেশনে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

এদিকে গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনের ২৪ ডিসেম্বর রাজধানীতে বিএনপিকে গণমিছিল না করার আহ্বান জানিয়েছেন। ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।’

তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিল করা মানে সংঘাত সৃষ্টি করতে চাওয়া। ২৪ ডিসেম্বর সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় আসবেন। তাই ওইদিন বিএনপি গণমিছিল করলে সমস্যা হতে পারে। প্রয়োজনে ঢাকার বাইরে গিয়ে গণমিছিল করুক বিএনপি

১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে ৭ মার্চের চেয়ে বেশি লোক হয়েছে বিএনপি নেতাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছেন। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ। সেদিন সারাদেশের সব ওয়ার্ড, থানা ও পাড়া-মহল্লায় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে না পারে বিএনপি। তিনি বলেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু দেখছি না। সব পুরোনো কথা। বিএনপির দাবি জনগণের কাছেও কোনো দাম নেই। কারণ জনগণ বাঁচতে চায়। বাংলাদেশের প্রবৃদ্ধি আবার বাড়তে শুরু করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যা চেয়েছে তার কিছু করতে পারেনি। বিএনপি বলছিল-১০ ডিসেম্বর সরকারকে লালকার্ড দেখাবে, কিন্তু জনগণ তাদের লালকার্ড দেখিয়েছে।

সভায় মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহর হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওছার, ইকবাল হোসেন অপু, শাহাবুদ্দিন ফরাজি, সৈয়দ আব্দুল আওয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ