পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর বিমানবন্দর এলাকায় মিজানুর রহমান (৫৫) নামে এক কাপড় ব্যবসায়ী অজ্ঞানপার্টির খপ্পরে পরেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটেছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থেকে বঙ্গবাজারের উদ্দেশ্যে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। তার একা আসার আসার কথা থাকলেও সিএজির পাশে আরো ২/৩ জন লোক তার সাথে দেখা যায়। বিষয়টি সন্দেহ হলে অটোচালক তাদেরকে না উঠিয়ে ওই ব্যক্তিকে সেখান থেকে নিয়ে আসেন। বঙ্গবাজার এলাকায় পৌঁছালে তখনও তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর ওই ব্যক্তির পকেট থেকে তিন বান্ডিলে ১ লাখ ২৪ হাজার টাকা এবং মোবাইল ফোন পাওয়া যায়।
মিজানুরের বাড়ি নেত্রকোনা সদরের বড়বাজার এলাকায়। সেখানে তার একাধিক দোকনের জন্য মালামাল কিনতে ঢাকায় এসেছিলেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।