পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানকে সোমবার গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেফতার ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
একযুক্ত বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান এস ইউসুফ আলী, অ্যাডভোকট আমিনুল ইসলাম রাজু বলেন, জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকার বিরোধী মত ও পথের সবাইকে গ্রেফতার হামলা মামলা নির্যাতন নিপীড়ন করে দমিয়ে রাখতে চায়। ১০ দফার যুগপৎ আন্দোলনকে বাধাগ্রস্থ করতে অগণতান্ত্রিক পন্থা বেছে নিয়েছে। জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান, মির্জা ফখরুল ইসলাম ও রিজভী আহমেদরা সজ্জন ও মুক্তমনা ব্যক্তি। তাদেরকে গ্রেফতার করে কন্ঠরোধ ও আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম স্তব্দ করা যাবে না।
নেতৃবৃন্দ অবিলম্বে যুগপৎ আন্দোলনের নেত্রী বেগম খালেদা জিয়া, জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ সকল রাজবন্দির মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।