Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান সিনেটে কালো টাকা মোকাবিলায় ৫০০০ রুপির নোট বাতিল প্রস্তাব পাশ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে ৫০০০ রুপির নোট বাতিল চেয়ে পাকিস্তানের সিনেটে এক প্রস্তাব অনুমোদিত হয়েছে। কালো টাকা মোকাবিলার উদ্দেশেই এই প্রস্তাব আনা হয়েছিল। পাকিস্তান মুসলিম লিগের সিনেটর সাইফুল্লাহ খান এই প্রস্তাব পেশ করেন এবং পাক পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য তা সমর্থন করেন।
প্রস্তাবে বলা হয়েছে, বাজার থেকে ৫০০০ রুপির নোট তুলে নিলে মানুষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত হবেন এবং দেশের অর্থনীতিতে হিসাব বহির্ভূত সম্পদের পরিমাণ হ্রাস পাবে। এই নোট বাতিল প্রক্রিয়া পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। যদিও আইনমন্ত্রী জাহিদ হামিদ বলেছেন, এই নোট তুলে নিলে বাজারে সঙ্কট দেখা দেবে এবং ৫০০০ রুপির নোট না থাকলে লোকজনের বিদেশী মুদ্রা সংগ্রহের প্রবণতা বাড়বে। সূত্র : এবিপি আনন্দ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ