Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নয়াপল্টনের ঘটনায় বিদেশি মিশনগুলোতে সরকারের চিঠি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ পিএম

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ঢাকার কূটনৈতিক মিশনগুলোতে একটি চিঠি পাঠিয়েছে সরকার। সোমবার (১২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কূটনৈতিক মিশনগুলোতে চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ ডিসেম্বর দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন। ওইদিন তাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। কর্মসূচির জন্য পুলিশের অনুমতিও তারা নেননি। অবরোধের কারণে নয়াপল্টন এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটায় পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করে। কিন্তু বিএনপির বিক্ষোভকারীরা তা অগ্রাহ্য করে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপের পাশাপাশি যানবাহন ভাঙচুর শুরু করে। তাদের হামলায় পুলিশের ৪৯ জন সদস্য আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর।
চিঠিতে উল্লেখ করা হয়, একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। দুঃখজনকভাবে সংঘর্ষের মধ্যে একজন পথচারী নিহত হন। তখন পুলিশ কার্যকর পদক্ষেপ নেওয়ায় সম্পদের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
চিঠিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তারের কারণ ব্যাখ্যা করেছে সরকার। কারণ হিসেবে চিঠিতে বলা হয়, নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলার প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, বেপরোয়া সহিংসতার পরিকল্পনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার জন্য দলীয় কর্মীদের উসকানি দেওয়ায় তারা সম্পৃক্ত ছিলেন।



 

Show all comments
  • Kazi Rayan Rakib ১৩ ডিসেম্বর, ২০২২, ১:৩২ পিএম says : 0
    সরকার ভয়ে আছে এটা তার প্রমাণ। মুখে যতই বলুক তারা অনেক ভয়ে আছে। নয়তো বিদেশি মিশনগুলোতে আ.লীগ সরকার চিঠি দিতো না।
    Total Reply(0) Reply
  • aman ১৩ ডিসেম্বর, ২০২২, ১:২৮ পিএম says : 0
    বিদেশিরা বোকা নয় যে, আপনারা যা বলবেন তারা বিশ্বাস করবে। তারা দেখেছে সেদিন কি হয়েছিল।
    Total Reply(0) Reply
  • Mosharof Habib ১৩ ডিসেম্বর, ২০২২, ১:২৩ পিএম says : 0
    আ.লীগ সরকার জোড় করে ক্ষমতায় থাকতে চায়
    Total Reply(0) Reply
  • Karim ১৩ ডিসেম্বর, ২০২২, ১:২৭ পিএম says : 0
    আ.লীগ না বিদেশিদের কাছে ধর্না দেয় না, এখন দেহি তারা চিঠিও দিয়েছি। নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হলে আ.লীগ ১০টা আসনও পাবে না। তারা জোড় করে প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় থাকতে চায়। তারা এখন ক্ষমতা ধরে রাখতে পাগল হয়ে গেছে
    Total Reply(0) Reply
  • fast boy ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:২৮ পিএম says : 0
    GOVERNMENT DRAMA
    Total Reply(0) Reply
  • fast ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:২৯ পিএম says : 0
    GOVERNMENT DRAMA
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ