Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ : প্রধানমন্ত্রী

‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’ উদ্বোধন অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের জন্য যে লক্ষ্য স্থির করেছিলাম, আমরা সেটা করেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যাশার কথা জানান। তিনি আরো বলেন, উন্নত দেশগুলো বিদ্যুতের অভাবে গোটা পরিবার একটা রুমে হিটার জ্বালিয়ে একসঙ্গে থাকে। আমাদের কিছু অসুবিধা হয়েছে, তারপর আমরা দিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের সঙ্গে সঙ্গে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এবং ইউরোপ-আমেরিকার স্যাংশন-কাউন্টার স্যাংশানের ফলে বিশ্বব্যাপী প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। গ্রেট ব্রিটেনের মতো উন্নত দেশও নিজেদের অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু আল্লাহর রহমতে এখনও আমরা আমাদের অর্থনৈতিক চাকা সচল রাখতে সক্ষম হয়েছি। তিনি বলেন, এই শীতের মধ্যে অনেকে বিদ্যুৎ পাচ্ছে না। শীতের দেশগুলো, যেখানে হিটার না জ্বালিয়ে এক মুহূর্ত থাকতে পারে না, আজ তারা বিদ্যুৎ পায় না। এমনও অবস্থা আছে ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকার অনেক জায়গায়, যেখানে গোটা পরিবার একটা রুমে হিটার জ্বালিয়ে একসঙ্গে থাকে। কারণ সেখানে বিদ্যুতের অভাব রয়েছে। কিছুদিন আমাদের অসুবিধা হয়েছে, তারপর আমরা দিয়ে যাচ্ছি। একেবারে বঞ্চিত কাউকে করিনি।

শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশকে আগামী ৪১ সালে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে আমরা চলে যাব। স্মার্ট বাংলাদেশ করার জন্য চারটি ভিত্তি ঠিক করা হয়েছে। আমাদের প্রত্যকটা সিটিজেন প্রযুক্তি ব্যবহারে দক্ষ হবে, স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি অর্থাৎ ইকোনমির সমস্ত কার্যক্রম আমরা প্রযুক্তি ব্যবহার করে করব। স্মার্ট গর্ভমেন্ট, ইতোমধ্যে আমরা অনেকটাই করে ফেলেছি এবং আমাদের সমগ্র সমাজই হবে স্মার্ট সোসাইটি।

প্রধানমন্ত্রী বলেন, রাজশাহীতে কাজের তেমন সুযোগ নেই। সেখানে কোনো ভারী কলকারখানা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, জয় সিলিকন টাওয়ার স্থাপনের ফলে অনেক মানুষের কাজের সুযোগ হবে।
অনুষ্ঠানে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রধান স্থাপনা জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম এবং সিনেপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই সময় বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারেরও উদ্বোধন ঘোষণা করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একেএম রহমত উল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

অনুষ্ঠানে রাজশাহী থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি, রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ। ##



 

Show all comments
  • Rashed Miahjaan ১৩ ডিসেম্বর, ২০২২, ৪:০৯ এএম says : 0
    etodin ei polution e ke bajbo?
    Total Reply(0) Reply
  • Rihan Zisan ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০২ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী আমার তো মনে হয় সেই ৪১ সাল পর্যন্ত বাংলাদেশে হবে চোরের খনি
    Total Reply(0) Reply
  • Jisha Akter ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৩ এএম says : 0
    এখন যে অবস্থা দেশ চলছে এই দিকে নজর দেন,৪১ বছর তো অনেক দেরি আছে
    Total Reply(0) Reply
  • Tawhidul Islam ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৩ এএম says : 0
    আমরা স্মার্ট বাংলাদেশ চাইনা গো আমরা আগের দিনে ফিরে যেতে চাই আমাগো ক্ষমা করে দেন
    Total Reply(0) Reply
  • S.d. Soton ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৩ এএম says : 0
    হে আল্লাহ আপনি আমাদের কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়ন দেখার হায়াত নসিব করুন আমিন,,
    Total Reply(0) Reply
  • Md Jabed ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৩ এএম says : 0
    এখন স্মার্ট কোন অংশে কম আছে তেল চিনি আটা সব নিত্য প্রয়োজোনীয় তিন গুণ টাকায় কিনে খেতে হচ্ছে
    Total Reply(0) Reply
  • Salauddin Kgf ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৪ এএম says : 0
    উন্নত দেশ গড়তে হলে আগে অনুরোধ থাকলো দুর্নীতি যেন কেউ না করতে পারে কেউ যেন দেশের টাকা বাইরে পাচার না করতে পারে এবং প্রত্যেকটা জেলাভিত্তিক মানুষগুলোকে কৃষি কাজে ফিরিয়ে আনতে হবে এবং সরকারিভাবে অর্থ সংরক্ষিত করতে হলে এমপি পরিষদ ছোট করতে হবে একটি জেলার জন্য একজনই যথেষ্ট
    Total Reply(0) Reply
  • Selim Hossain ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৪ এএম says : 0
    আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালবাসার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখতে পায় বাংলার দামাল তরুণ।
    Total Reply(0) Reply
  • Mizanur Rahman ১৩ ডিসেম্বর, ২০২২, ৯:০৪ এএম says : 0
    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা অবিরাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ