Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের ১৭৭ অঞ্চলে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস

ডোনেৎস্কের মেরিঙ্কা শহরের ৭০ শতাংশ মিত্র বাহিনীর নিয়ন্ত্রণে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, আরও সহায়তার প্রতিশ্রুতি বাইডেনের
রুশ-কাজাখ-ইউক্রেন গ্যাস জোট কোন ‘রাজনৈতিক বিষয়’ নয় : মস্কো
রাশিয়ার সশস্ত্র বাহিনী গত ২৪ ঘন্টায় ইউক্রেনে বিশেষ অভিযানে ২৬০টিরও বেশি ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগর কোনাশেনকভ রোববার জানিয়েছেন। ‘অপারেশনাল-কৌশলগত বিমান, ক্ষেপণাস্ত্র এবং আর্টিলারি সৈন্যরা ১৭৭টি অঞ্চলে ফায়ারিং পজিশনে ৮৬টি আর্টিলারি ইউনিট, সেইসাথে জনশক্তি এবং সামরিক সরঞ্জামগুলিতে আঘাত করেছে,’ মুখপাত্র বলেছেন।

এদিকে, ডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর মেরিঙ্কা শহরের ৭০ শতাংশএলাকা রাশিয়া-ডনবাস মিত্র বাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত, ডিপিআর এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন গতকাল বলেছেন। ‘মেরিঙ্কার ভিতরে সরাসরি যুদ্ধ চলছে। সেখানকার ৭০ শতাংশ এলাকাই ইতিমধ্যে আমাদের ইউনিট দ্বারা নিয়ন্ত্রিত,’ রসিয়া-২৪ টিভি চ্যানেলকে তিনি বলেন। দুই দলের মধ্যে আবাসিক এলাকাগুলোতেও লড়াই চলছে বলে তিনি উল্লেখ করেন।

ভারপ্রাপ্ত ডিপিআর প্রধান এর আগে বার্তা সংস্থা তাসকে বলেছিলেন যে, মেরিঙ্কা ফ্রন্ট একটি অগ্রাধিকার এলাকা। তিনি জোর দিয়েছিলেন যে, শহরের মধ্যে ইতিমধ্যেই লড়াই চলছে। শহরের অভ্যন্তরে এখনও ইউক্রেনীয় সেনাবাহিনীর অবস্থান এবং শক্তিশালী ঘাঁটি ছিল কিন্তু মিত্র বাহিনী ক্রমাগত এটিকে মুক্ত করে চলেছে, তিনি বলেছিলেন। ডিপিআর পিপলস মিলিশিয়া বাহিনী ডোনেৎস্কের পশ্চিমে মেরিঙ্কাকে মুক্ত করার জন্য তাদের অভিযান শুরু করে যেখান থেকে ইউক্রেনীয় সামরিক বাহিনী প্রজাতন্ত্রের রাজধানীতে ১৯ মার্চ গোলাবর্ষণ করেছিল। ডিপিআর আগে বলেছিল যে, মেরিঙ্কার মুক্তির মাধ্যমে আলেকসান্দ্রোভকা, পেট্রোভস্কি জেলা এবং টেক্সটিলশ্চিক এলাকা ইউক্রেন সেনাবাহিনীর গোলাবর্ষণের নাগালের বাইরে চলে যাবে।

জেলেনস্কির সঙ্গে ফোনালাপ, আরও সহায়তার প্রতিশ্রুতি বাইডেনের : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সঙ্গে রোববার গভীর রাতে ইউক্রেনের প্রতি আমেরিকান সমর্থন নিয়ে টেলিফোনে কথা বলেছেন। গতকাল হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

‘প্রেসিডেন্ট জোসেফ আর. বাইডেন জুনিয়র ইউক্রেনের প্রতিরক্ষার জন্য চলমান মার্কিন সমর্থনের উপর জোর দিতে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন,’ বিবৃতিতে বলা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত মৌলিক নীতির ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত শান্তির জন্য প্রেসিডেন্ট জেলেনস্কির উন্মুক্ততাকে স্বাগত জানিয়েছেন। তিনি (বাইডেন) ইউক্রেনকে নিরাপত্তা, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা প্রদান চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।’

‘প্রেসিডেন্ট বাইডেন হাইলাইট করেছেন যে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নিরাপত্তা সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিমান প্রতিরক্ষাকে শক্তিশালী করার প্রচেষ্টাকে অগ্রাধিকার দিচ্ছে, যার মধ্যে ৯ ডিসেম্বরের অতিরিক্ত গোলাবারুদ এবং সরঞ্জামের জন্য ২৭৫ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা অন্তর্ভুক্ত যা মানববিহীন আকাশযানের রুশ ব্যবহারকে মোকাবেলা করার জন্য সিস্টেমগুলি অন্তর্ভুক্ত করেছে’, বিবৃতি আরও বলা হয়েছে।

জেলেনস্কির সাথে মার্কিন প্রেসিডেন্টের টেলিফোন কলের বিষয়ে হোয়াইট হাউস তার বিবৃতিতে যোগ করেছে, ‘প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনের পাওয়ার গ্রিডের স্থিতিশীলতাকে শক্তিশালী করার জন্য ও বিদ্যুৎ অবকাঠামোকে সমর্থন করার জন্য ২৯ নভেম্বরের ৫৩ মিলিয়ন ডলারের সহায়তার ঘোষণাও আবার ব্যক্ত করেছেন।’

রুশ-কাজাখ-ইউক্রেন গ্যাস জোট কোন ‘রাজনৈতিক বিষয়’ নয় : রাশিয়া, কাজাখস্তান ও ইউক্রেনকে নিয়ে একটি ত্রিপক্ষীয় গ্যাস জোট গঠনের যে-আলোচনায চলছে, তা মোটেই কোনো ‘রাজনৈতিক বিষয়’ নয়। এ ব্যাপারে পশ্চিমা অভিযোগ ভিত্তিহীন। গত শুক্রবার কাজাখস্তানের ‘খবর ২৪’ টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ল্যাভরভ বলেন, রাশিয়া, কাজাখস্তান ও ইউক্রেন একটি সাধারণ প্রাকৃতিক গ্যাস পরিবহনব্যবস্থার অংশীদার। তিন দেশই চায় না প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কোনোভাবে বিঘ্নিত হোক। নিজেদের স্বার্থেই সংশ্লিষ্ট ব্যবহারিক সমস্যাগুলো সমাধানের জন্য তিন দেশকে যৌথ প্রচেষ্টা চালাতে হবে। উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও কাজাখ প্রেসিডেন্ট টোকায়েভ গত নভেম্বরের শেষে ক্রেমলিনে বৈঠক করেন। তখন রুশ পক্ষ রাশিয়া-কাজাখস্তান-ইউক্রেন প্রাকৃতিক গ্যাস জোট প্রতিষ্ঠার পক্ষে কথা বলে। সূত্র : তাস, রয়টার্স, সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ