পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুরুর আগেই আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে টাউন ফুটবল মাঠে সম্মেলনের মঞ্চের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলন শুরু হওয়ার আগে নেতাকর্মীরা সম্মেলন স্থলে ঢুকতে শুরু করেন। তবে সকাল পৌনে ৯টার দিকে জেলা আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে প্রবেশ ও চেয়ারে বসা নিয়ে বিকবিতণ্ডা দেখা দেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। সম্মেলনস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা এবং তারেক হাসানের হাতের একটি আঙুল আঘাতপ্রাপ্ত হয়েছে। সেলাই দেওয়া হয়েছে। তারা অনেকটা শঙ্কামুক্ত। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
আহত হিরক বলেন, সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনায় মাঠেই কাজ করছিলাম। এ সময় ছাত্রলীগ নেতা মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা আমাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। মোহাইমেন হাসানের ওপর চেয়ার নিক্ষেপ করেন তারা। বাধা দিতে গেলে আমরাও আহত হই।’
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্মেলনে আসন নিয়ে দুই গ্রুপ হয়েছিল বলে ভিডিও ফুটেজে দেখেছি। তবে কাদের কোথায় মারধর করেছে, কখন হাসপাতালে ভর্তি হয়েছে আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন প্রধান অতিথি সড়ক ও সেতুমন্ত্রী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি করে আওয়ামী লীগের দুর্নাম ছড়িয়েছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এই সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বিএনপির আন্দোলন মোকাবিলায় রাজপথে থাকার আহ্বান জানান। কাদের আরো বলেন, বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগ করে ভুল করেছেন। কিছুদিন গেলে বুঝতে পারবেন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় নেতারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।