Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ট্যান্ডার্ড ব্যাংক-এর “বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২২” অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২২, ৪:৪১ পিএম

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ভার্চুয়াল প্লাটফর্মে দিনব্যাপী ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২২’ এর আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট (ডিওএস, বিভাগ-২) এর পরিচালক মো. আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ। উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিআরও ও ক্যামেলকো মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, এসবিএল শরি‘আহ্ সেক্রেটারিয়েট ও এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট এর কোঅর্ডিনেটর মো. মোহন মিয়া, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক কাজী আরিফ উজ জামান, পিএইচডি এবং সহকারী পরিচালক মিসেস উম্মে উশামা ফারজানা ফাতেমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের সিএফও মো. আলী রেজা, এফসিএমএ, সিআইপিএ। ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, সকল শাখার ব্যবস্থাপক, উপ ব্যবস্থাপক ও বিনিয়োগ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তাবৃন্দসহ ৪০০ জন-এর ও অধিক কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ