Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলান্দহে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জামালপুর জেলা সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ থানা পুলিশের হেফাজতে যুবক সোহেল রানা (১৯)’র মৃত্যু হয়েছে। নিহত যুবক পাহাড়ীপটল গ্রামের রেহান আলীর ছেলে বলে জানাগেছে। ওদিকে নিহতের স্বজনদের দাবী গ্রেপ্তারকৃত যুবককে পুলিশ পিটিয়ে হত্যা করেছে। অফিসার ইনচার্জ মাজহারুল করিম জানান, ১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযান চালিয়ে সোহেল রানাসহ আরো ২ যুবক পশ্চিম মালঞ্চ গ্রামের হযরত আলীর ছেলে জাহিদ হাসান (২২) ও শেরপুরের আলী আক্কাসের ছেলে জাকারিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পরেই সোহেল রানা অসুস্থ হয়ে পড়লে দ্রুত মেলান্দহ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে জামালপুর হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান মমিনুল হক বাবু জানান-সোহেল রানার মৃত্যুর খবরে জামালপুর হাসপাতালে খোঁজ নিতে যাই। আমার সামনে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট করা হয়। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ