Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে অজ্ঞাত লাশের ৫ টুকরো উদ্ধার

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : কেরানীগঞ্জের পৃথক স্থান হতে অজ্ঞাত এক কিশোরের কাটা মাথাসহ দেহের খ-িত ৫ টুকরো অংশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে কদমপুর থেকে লাশের কাটা মাথা ও পায়ের কিছু অংশ উদ্ধার করা হয়। পরে দুই কিলোমিটার দুরে চর কুন্ডলিয়ায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ ওই একই কিশোরের বুক থেকে পেটের অংশ, দুই পায়ের বাকি অংশ ও একটি পায়ের পাতা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা খ-িত টুকরোগুলো ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই কাওসার আহমেদ বলেন, উদ্ধার করা টুকরোগুলো মিলিয়ে দেখা হয়েছে। টুকরোগুলো একই ব্যক্তির এবং সে একজন কিশোর। বয়স আনুমানিক ১৪/১৫ বছর। দেহের ৫টি টুকরো উদ্ধার করা হয়েছে। এগুলো বস্তাবন্দি ছিলো। লাশের কিছু অংশ এখনো পাওয়া যায়নি। সেগুলোর খোঁজ করা হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, লাশের দুই হাত, পুরুষাঙ্গ, পায়ের একটি পাতাসহ বেশ কিছু অঙ্গ এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, লাশ গুম করার উদ্দেশে টুকরো টুকরো করা হয়। এরপর বস্তায় ভরে টুকরো টুকরোগুলো বিভিন্ন স্থানে ফেলে যায় ঘাতকেরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ