পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দে বখাটে জামাতা কুপিয়ে হত্যা করেছে শাশুড়িকে। গতকাল সোমবার বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের ইবাদ আলী মিস্ত্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনু আক্তার বরু (৪৫) কামাল উদ্দিন শেখের স্ত্রী।
এলাকাবাসী জানান, দুই বছর আগে নিহত মিনু আক্তার বরুর বড় মেয়ে সাথী আক্তারের বিয়ে হয় জেলার গোয়লন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের জব্বার ব্যাপারীর ছেলে ওয়াদুদ ব্যাপারীর সাথে। বিয়ের পর থেকে নানা সময় যৌতুকের টাকার জন্য সাথীকে নির্যাতন করে আসছিল ওয়াদুদ। মাদকাশক্ত বখাটে ওয়াদুদের অত্যাচার সহ্য করতে না পেরে সাথী গত একমাস যাবৎ বাবার বাড়িতে চলে আসে।
সোমবার দুপুরে ওয়াদুদ শশুর বাড়ি এসে স্ত্রী সাথীকে খোঁজ করে। এ সময় সাথী বাড়িতে না থাকায় শাশুড়ি মিনু আক্তারকে কটু কথা বলে। এতে উভয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে ওয়াদুদ রান্না ঘরে থাকা বটি দিয়ে শাশুড়ি মিনু আক্তার বরু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এসময় মিনু আক্তারে চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ওয়াদুদ পালিয়ে যায়। পরে এলাকাবাসি মিনু আক্তারকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে ওয়াদুদ পলাতক রয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এই ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জামাতা ওয়াদুদ বেপারীকে আটকের চেষ্টা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।