Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে আন্তর্জাতিক ‘সিভিল ইঞ্জিনিয়ারিং’ কনফারেন্স

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : আগামী ২১ থেকে ২৩ ডিসেম্বর পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আর্ন্তজাতিক কনফারেন্স।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান ২১ ডিসেম্বর বেলা পৌনে ১২টায় কক্সবাজারের সায়মন বিচ রিসোর্টে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি। তৃতীয় আর্ন্তজাতিক এই কনফারেন্সে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শীর্ষস্থানীয় একাডেমিক সায়িন্টিস্ট, রিসার্চার, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। মিডিয়া উপ-কমিটির সভাপতি ড. জি. এম. সাদিকুল ইসলাম ও  চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তিন দিনের আন্তর্জাতিক এই কনফারেন্সে কী-নোট স্পিকার হিসেবে থাকবেন বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রণমেন্টাল রিসার্চ এর ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বে-এর অধ্যাপক ড. দীপঙ্কর চৌধুরী, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-এর ওয়াটার ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট এর অধ্যাপক ড. মুকন্দ সিং বাবেল।
কনফারেন্সে স্পন্সর হিসেবে থাকছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ও কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিমিটেড। প্রসঙ্গত, চুয়েট-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এর আগে উক্ত বিষয়ে ২০১২ ও ২০১৪ সালে দুটি আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ