Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ইমাম সমাজের কমিটি গঠিত

আল্লামা আব্দুর রাজ্জাক সভাপতি ও আনোয়ারুল মহাসচিব নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২২, ৮:৫৮ পিএম

গাউসুল আজম জামে মসজিদের খতিব আল্লামা আব্দুর রাজ্জাক আযহারী ও মুফতি আনোয়ারুল হক জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের যথাক্রমে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের হল রুমে জাতীয় ইমাম সমাজের কাউন্সিল অধিবেশনে দুই বছরের মেয়াদে সর্বসম্মতিক্রমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সংগঠনের কার্যনির্বাহী সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা মীর মোহাম্মদ শোয়াইব আহমদ আনসারী, অর্থসম্পাদক-মুফতি জোবায়ের আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক-মাওলানা হামিদুল হক।

কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) মহাপরিচালক আল্লামা উবায়দুর রহমান খান নদভী বলেন, জাতীয় ইমাম সমাজের দাওয়াত বাংলাদেশের প্রতিটি মসজিদ ও মাদরাসাসহ তৃণমূল পর্যায়ে পৌছে দিতে হবে। তিনি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ