পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও আইন শৃংখলা বাহিনীর সংঘর্ষে নিহত ও আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে শান্তিপূর্ন সমাবেশের প্রত্যাশা ব্যক্ত করে শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
মার্কিন দূতাবাস বিবৃতিতে বলেছে, গতকাল (৭ ডিসেম্বর, বুধবার) ঢাকায় সংঘর্ষে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
দূতাবাসের পক্ষ থেকে আরো জানানো হয়, আমরা ঢাকায় ভয়ভীতি ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান করার এবং সহিংসতা, হয়রানি এবং ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য সবাইকে আহ্বান জানাই। আমরা সরকারী কর্তৃপক্ষকে সহিংসতার এই প্রতিবেদনতগুলো তদন্ত করতে এবং মতপ্রকাশ, সমিতি এবং শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আহ্বান জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।