পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশব্যাপী বিরোধীদলগুলোর আন্দোলনের উত্থান এবং ঐক্যের প্রয়াস দেখে সরকার প্রচণ্ড ভয়ে ভীত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। বিবৃতিতে তারা বলেন, সরকার নিজেরা ভয় পেয়ে এখন জনগণকে ভয় দেখাচ্ছে। তাই কর্তৃত্ববাদী ও দানবীয় কায়দায় রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে সব আন্দোলন দমন করতে চায়। তারা আরও বলেন, এই সরকারের নৈতিক পরাজয় হয়ে গেছে। তারা সমাবেশ করা নিয়ে দ্বিচারিতা করছে। মুখে সভা-সমাবেশের অধিকার অবারিত আছে বললেও বাস্তবে সরকার একদিকে সংঘাতের উস্কানি দিয়ে যাচ্ছে।
অন্যদিকে ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ বানচাল করতে ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। এদিকে বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে যেকোনো ধরনের আন্দোলন ঠেকাতে সরকারের নানা ‘অপকৌশল’ এবং বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও দমন-পীড়নের তীব্র নিন্দা জানান তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।