Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬ দিনে বিএনপির ১৪শ’ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ৭:২৪ পিএম

৬ দিনে বিএনপির ১৪শ’ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনসহ কয়েকজনের গাড়ী পুলিশ বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয় থেকে আটক করে নিয়ে যায়। দীর্ঘক্ষণ গাড়ী ফেরত না দিয়ে পুলিশ তাদেরকে হয়রানী করে। এছাড়া কেন্দ্রীয় যুবদলের ১ নং যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মিল্টনের মিরপুরের বাসায় ডিবি পুলিশ হানা দিয়ে আসবাবপত্র ব্যাপক ভাংচুরসহ বাসার লোকজনের সাথে দুর্ব্যবহার করে।

ঢাকা মহানগর দক্ষিণঃ

ওয়ারী থানাধীন ৩৮ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ মুনির হোসেন, শ্রমিক দল নেতা মোঃ সেতু সূত্রাপুর থানা শ্রমিক দল নেতা মোঃ ইব্রাহিম, আলমগীর হোসেন, পল্টন থানা শ্রমিক দল নেতা আবু তাহের, জামাল ফরাজী, কলাবাগান থানা শ্রমিক দল নেতা রাসেল, ইসমাইল, শাহজাহানপুর থানা শ্রমিক দল নেতা মিন্টু, সাঈদ পাটোয়ারী রুবেল, নুরুল হক, যাত্রাবাড়ী থানা শ্রমিক দল নেতা আবু বক্কর, মহানগর দক্ষিণ শ্রমিক দল নেতা কাউসার গ্রেফতার।

নিউমার্কেট থানাধীন ইউনিট বিএনপি’র সহ-সভাপতি সোহাগকে গ্রেফতার করে পুলিশ।

ডেমরা থানার ৬৮ নং ওয়ার্ড বিএনপি নেতা ডাঃ রফিক, বংশাল থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল করিম, জাহাঙ্গীর আলম দীপু; সূত্রাপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদুর রহমান ভূইয়া, মোঃ ফরিদ, কাজী মাহমুদুর রহমান রাকিব, কদমতলী থানার ৫৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল কুদ্দুস, গিয়াস উদ্দিন, বাবুল মিয়া, ঈমন, মোঃ জসিম, ৬৯ নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি তাজুল ইসলাম; ডেমরা থানার স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ মোল্লা ও যুবদল নেতা খোকনকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।


ঢাকা মহানগর উত্তরঃ

উত্তরা পূর্ব থানার যুবদল নেতা- সিফাত ইসলাম দীপু সিকদারকে পুলিশ গ্রেফতার করে।

পল্লবী থানা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ফারুক হোসেন তালুকদার; দক্ষিণখান থানার ৫০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাটারা থানার ৪০ নং ওয়ার্ড বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, শ্রমিকদল নেতা মোঃ রহিম; কাফরুল থানার ১৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম আতিক, মিরপুর থানার ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন; রামপুরা থানার ২৩ নং ওয়ার্ড বিএনপি নেতা বাবুল, ৯৮ নং ওয়ার্ড বিএনপি নেতা লোকমান হোসেন; উত্তরখান থানা ছাত্রদল নেতা বিপ্লব; ক্যান্টনমেন্ট থানা বিএনপি নেতা শহিদুল ইসলাম; উত্তরখান থানা বিএনপি নেতা হাসান খান, আফতাব উদ্দীন জুয়েল, সালাম মৃধা; শেরেবাংলা নগর থানা বিএনপি নেতা সবুর খানকে পুলিশ গ্রেফতার করে।

বিমানবন্দর থানা বিএনপি নেতা মাসুম বিল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।


ঢাকা জেলাঃ

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি স্বেচ্ছাসেবক দল নেতা মিন্টু, শ্রমিক দল নেতা ন–র হোসেন, যুবদল নেতা লিটন হোসেন আজ পুলিশ গ্রেফতার করেছে। কেরানীগঞ্জ থানা বিএনপি নেতা হাসমত উল্লাহ নবী, মোঃ খোরশেদ, হেলাল উদ্দিনকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। স্বেচ্ছাসেবক দল নেতা মিন্টু, শ্রমিক দল নেতা নুর হোসেন, যুবদল নেতা লিটন হোসেন গ্রেফতার

সাভার পৌর বিএনপি নেতা আক্কাস আলী, মোঃ সোহরাব হোসেন, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ হাসান, আরমান হোসেন, সাভার থানা বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন, যুবদল নেতা কবির হোসেন, ছাত্রদল নেতা খোকন গ্রেফতার।

ধামরাই থানা বিএনপি নেতা মোঃ মফিকুল ইসলাম, আনিসুর রহমান, মোঃ রুস্তম আলী, মোঃ নুরুল ইসলাম গ্রেফতার।

ধামরাই থানা ও পৌর বিএনপির গ্রেপ্তারকৃত নেতাকর্মী যথাক্রমে

মোঃ মফিকুল ইসলাম-সাংগঠনিক সম্পাদক, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি, আনিসুর রহমান-সাবেক সাধারণ সম্পাদক, গাংগুটিয়া ইউনিয়ন বিএনপি, মোঃ রুস্তম আলী-সাধারণ সম্পাদক, সোমবাগ ইউনিয়ন বিএনপি, মোঃ নুরুল ইসলাম-সাংগঠনিক সম্পাদক, কুল্লা ইউনিয়ন বিএনপি


কৃষকদলঃ

মুন্সিগঞ্জ জেলা কৃষকদলের আহŸায়ক সিরাজুল ইসলাম পিন্টু, গজারিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক মাজেদ মেন্বার, সদস্য সচিব তোফাজ্জেল হোসেন, ফরিদপুর মহানগর কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সদস্য সচিব জহুরল ইসলাম জহির, ঢাকা মহানগর কৃষকদল নেতা মেরাজুল ইসলাম বাবুল,দানেস মিয়ার নামে মিথ্যা মামলা দায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণ মুগদা থানার ৭২ নং ওয়ার্ড কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুলকে গতকাল ০৫/১২/২০২২ রাত ১০ নিজ বাসা হতে এবং ঢাকা দক্ষিণ কদমতলী থানার কৃষকদল নেতা শহিদুল ইসলাম মৃধাকে পুলিশ গ্রেফতার করে।

নরসিংদী জেলাঃ

বিএনপি নেতা শফিকুল ইসলাম বাবু, মোঃ শাহজাহান গ্রেফতার।

সাভার পৌরসভার বিএনপি নেতা আক্কাস আলী , সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন, সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান, যুবদল নেতা আরমান, সাভার থানা বিএনপি নেতা মোঃ মোশাররফ হোসেন, যুবদল নেতা কবির, ছাত্রদল নেতা খোকনকে পুলিশ আজ গ্রেফতার করেছ।

মুন্সিগঞ্জ জেলাঃ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই এর বাসায় গতকাল ধানমÐি থানা পুলিশ অভিযান চালায়। আব্দুল হাই-কে না পেয়ে তার ছেলেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

শ্রীনগর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে

মোঃ জহিরুল ইসলাম বাদশা, মোঃ শহীদুল ইসলাম কাড়াল, মোহাম্মদ আলী, অপু মৃধা, মোঃ রাকিবুল হাসান, শেখ মজিবর রহমান, জিয়া উদ্দিন খান ওরফে আবু জাফর, মোঃ আকাশ খান, স্বপন পাইক, মোঃ বাবুল, মোঃ আক্তার হোসেন, মোঃ মতি ভূইয়া, মোঃ খলিল শেখ, শাহীন রানা গ্রেফতার এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ জেলাঃ

সোনারগাঁও থানাধীন নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসান নাঈম-কে মসজিদ থেকে নামাজ পড়া শেষে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মজিবর রহমান ভুঁইয়ার বাড়ীসহ তার শ^শুর বাড়ীতে পুলিশ তল্লাশীর নামে ব্যাপক ভাংচুর চালিয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী আরিফ এবং কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা ইমরান হোসেন বাবু, অরুন দেওয়ান, আসলাম, স্বপন গ্রেফতার।

বরগুনা জেলাঃ

বরগুনা জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক সজিব এবং যুগ্ম সম্পাদক আকবর হোসেন গ্রেফতার

গাজীপুর জেলাঃ

সদর থানা বিএনপি নেতা হেকমত আলী আকন্দ গ্রেফতার

কাজি আরিফ সাবেক সহ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল।

কুতুবপুর ইউনিয়ন যুবদল নেতা ইমরান হোসেন বাবু, অরুন দেওয়ান, আসলাম, স্বপন

নারায়ণগঞ্জ জেলাধীনঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানকে বাড়ীতে না পেয়ে তার ভাগ্নীর জামাই জাহাঙ্গীর হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ।

সোনারগাঁও থানার যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা মোঃ মাহিন কবির, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা ফারুক ভূইয়া ও বাদল ভূইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া বন্দর থানা যুবদলের যুগ্ম আহŸায়ক জাহিদ খন্দকারকে বাড়ীতে না পেয়ে তার ভাই ওয়াদুদ খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করে পুলিশ।

চূয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ।

কুষ্টিয়া জেলাঃ

ভেড়ামারা থানা যুবদল নেতা টোকন ও জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে পুলিশ।

কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম আহŸায়ক নাদিম চৌধুরী, খিলগাঁও থানা মৎস্যজীবী দলের সভাপতি রওশন আলী, গাজীপুর সদর থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক হেকমত আলী এবং ফতুল্লাহ থানা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ছলিম উল্লাহ হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

তাঁতীদলঃ

মুগদা থানাধীন ৭২ নং ওয়ার্ড তাঁতীদলের সভাপতি মোঃ ফখরুল আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কামরাঙ্গীচর থানা তাঁতীদলের যুগ্ম আহŸায়ক মাসুম হোসেন এবং ৫৭ নং ওয়ার্ড তাঁতীদলের যুগ্ম আহŸায়ক আখতার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ