Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাপাইনবাবগঞ্জে কৃষকলীগের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া ককটেল বিষ্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মঞ্চের চেয়ারে বসাকে ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টায় জেলা শহরের পৌর পার্কে এই ঘটনাটি ঘটে। সম্মেলনস্থলে এমন ঘটনা দেখে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান আমন্ত্রিত অতিথিরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে; ‘সম্মেলন চলাকালে মঞ্চের চেয়ারে বসাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের মাঝে বাগবিতণ্ডা শুরু হয়। এই সময় কৃষক লীগের পদপ্রত্যাশীদের একটি পক্ষ ঘটনাস্থলে ককটেল বিষ্ফোরণ ঘটায়। অপর আরেকটি পক্ষ তাদের ধাওয়া পাল্টা ধাওয়া করার সময় উভয় পক্ষের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় ৩০ মিনিট ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে এমন ধাওয়া পাল্টা, ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে।’
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। তাদের সামনে ঘটে যাওয়া এমন কর্মকান্ড দেখে বিস্মিত হয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ওসি (তদন্ত) মাহফুজ চৌধুরী সাংবাদিকদের বলেন, কৃষকলীগের সমাবেশস্থলে ককটেল বিষ্ফোরণ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এছাড়াও কয়েকটি ককটেল বিষ্ফোরণের ঘটনাও ঘটেছে। পুলিশ সমাবেশস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ