পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
বিশেষ সংবাদদাতা, যশোর : অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরের ঐতিহ্য ও ইতিহাস বহনকারী ৩৬০ দুয়ারী কালেক্টরেট ভবন রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ৩৬ জন সিনিয়র আইনজীবী। জেলা প্রশাসকের মাধ্যমে এই আবেদনপত্রে তারা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় এই ভবনেই প্রথম উড়েছিল বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। এই ভবনেই রয়েছে জেলার প্রধান কোষাগার (ট্রেজারি)। রয়েছে শত বছরের কোটি কোটি টাকার সম্পদ। এই ভবন আর সম্পদ রক্ষায় স্বাধীনতা পরবর্তী সময়ে সেখানে একটি পুলিশ ব্যারাক নির্মাণ করা হয়। ভবনের উত্তর পাশে নিয়াজ পার্কসহ বৃক্ষরাজিতে সাজানো ছায়া সুনিবিড় ক্যাম্পাস। সকাল সাজে প্রশান্তির পরশ নিতে নবীণ-প্রবীণ সকলে আসে। ঐতিহ্যের ধারণ করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ পরিবেশিত হয় বিটিভিতে। দুঃখের বিষয় হলোÑ সেখানে অবসরপ্রাপ্ত কতিপয় কর্মকর্তা-কর্মচারীর ইন্ধনে ভবনের সংরক্ষিত এলাকার পূর্বদিকের বড় বড় গাছ কেটে দোকানঘর করার চক্রান্ত শুরু হয়েছে। এ অবস্থায় বিজয়ের মাসেই ভবনের সুরক্ষিত এলাকাটি রক্ষার আবেদন করা হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, কাজী বাহাউদ্দীন ইকবাল, গাজী আব্দুল কাদির, শাহানুর আলম শাহীন, সৈয়দ কামরুল ইসলাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, রুহুল কুদ্দুস কচি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।