Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু শক্তি কমিশনে মহান বিজয় দিবস উদযাপন

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে ১৭ ডিসেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, আগারগাঁও, ঢাকার প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক একটি সিম্পোজিয়াম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব মো: সিরাজুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো: আলী জুলকারনাইন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. দিলীপ কুমার সাহা, পরিচালক, পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকা। উপস্থাপিত মূল প্রবন্ধের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: সিরাজুল হক খান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) মাহমুদুল হাসান। এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাসমূহ থেকে আগত অন্যান্য অতিথি আলোচনায় অংশগ্রহণ করেন। সভাপতির ভাষণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো: আলী জুলকারনাইন ‘মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞানমনষ্ক জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক বিষয়ের উপর আলোকপাত করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সিম্পোজিয়াম ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরমাণু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ