Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির সমাবেশ হবে

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ৬:৫২ পিএম | আপডেট : ৬:৫৭ পিএম, ৩ ডিসেম্বর, ২০২২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপির সমাবেশ হবে। এখানে এর আগেও সুষ্ঠভাবে অনেক সমাবেশ করেছে বিএনপি। এখন কেন বাধা দেয়া হচ্ছে। কিসের ভয় ? তাদের নিশ্চয় কোন অসৎ উদ্যেশ্য আছে। আমরা ঐদিন শান্তিপূর্নভাবে সমাবেশ করবো। অন্যকিছু ঘটলে সরকারকে দায়দায়িত্ব বহন করতে হবে। বিএনপি সন্ত্রাসী কর্মকান্ডে বিশ্বাস করেনা। আওয়ামীলীগ বিএনপির দু:স্বপ্নে ভুগছে। বিএনপির আন্দোলন দেখে সরকারের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা ভয় পাচ্ছে এই বুঝি তারা গেল গেল, তারেক রহমান এই বুঝি এলো এলো। তাদের ভয় পাবার কারণ তারা অনেক খারাপ কাজ করে রেখেছে। এখন আবার জঙ্গীবাদের ধোঁয়া তুলছে। আবারও এর দোহাই দিয়ে বিরোধী দলের উপর নির্যাতন করতে পারে। সকারের এটি একটি খেলা। তারা নিজেরা বোমা রেখে বিস্ফোরন ঘটায় আর বিএনপির উপর দোষ চাপায়। এত ককটেল কোথা থেকে এলো বাদি নিজেও জানেনা। বিএনপির উপর এত অত্যাচার খুন, গুম, মামলা, মামলা করার পরেও সমাবেশে এত লোক হয় কেন তা নিয়ে সরকার চিন্তিত। তারা আতংকে থাকে এই বুঝি মাটি ফুড়ে বিএনপি এলো। বিএনপির রাজশাহী বিভাগীয় গনসমাবেশে এসব কথা বলেন তিনি।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি -দুঃশাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকালেই শুরু হয়ে যায় সমাবেশ। কানায় কানায় মাঠ ভরে যায়। আসতে থাকে একের পর এক মিছিল। মাঠে জায়গা না হলেও আশেপাশের রাস্তায় মানুষ দাড়িয়ে যায়। গণসমাবেশ রুপ নেয় জনসমুদ্রে। মাইক সীমিত রাখার কারনে দাড়িয়ে থাকা মানুষ অনেকেই বক্তব্য শুনতে পারেনি। তবুও তারা দাড়িয়ে ছিলেন শেষ পর্যন্ত।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান বক্তা ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এছাড়াও সমাবেশে রাজশাহী নগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মো: এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এ্যাড: শিমুল বিশ্বাস, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মান্নান তালুকদার, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সুলতান মাহমুদ টুকু, ইশতিয়াক আহমেদ উলফাৎ, গোলাম মোহাম্মদ সিরাজ, রেজাউল করিম বাদশা, নাদিম মোস্তফা, এ্যাড: কবির হোসেন, মোসাদ্দেক হোসেন বুলবুল, আবু সাঈদ চাঁদ, শাহীন শওকত, শফিকুল হক মিলন, আশিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

মহাসচিব বলেন, সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে। ২৫ হাজার টাকা ঋণের দায়ে ২৫ জন কৃষক কে জেলে নেওয়া হয়েছে। অথচ বড় বড় ঋণ খেলাপী সব সরকারি দলের লোক তাদের কিছুই হয় না। যারা ব্যাংক খালি করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়না। এই সরকার গত এগারো বছরে ১৯ লক্ষ কোটি টাকা পাচার করেছে। বিদ্যুতের নামে লুট করেছে হাজার হাজার কোটি টাকা। এই লুটেরাদের বিরুদ্ধে চুপ করে বসে থাকার সময় নাই। আমরা বলতে চাই, অসহায় নিরীহ মানুষদের উপর আর নির্যাতন চালিয়েন না। আজ খবরের পাতা খুললে খুন,ডাকাতি, নির্যাতনের খবর পাওয়া যায়। যা কিছু আপনারা করেছেন আর বিএনপির উপর দোষ চাপাচ্ছেন। ১৪/১৫ বছর ধরে আমরা নির্যাতিত হচ্ছি। আজ আমাদের আন্দোলন অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। মেগা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। আওয়ামীলীগ এখন রাজনৈতিক দল নয় লুটেরা দলে পরিনত হয়েছে।
তিনি বলেন, তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোন নির্বাচন হবেনা। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার দিতে ভয় পাচ্ছে অথচ এই আওয়ামী লীগই তত্ত্বাবধায়ক সরকারের জন একটানা ১৭৩ দিন হরতাল করেছিল। গানপাউডার মেরে তারা মানুষও মেরেছিল। খালেদা জিয়াই সংবিধান সংশোধন করে তত্বাবধায়ক সরকার চালু করেছিল। আর আওয়ামীলীগ ক্ষমতায় এসে তা বাতিল করে দিল। আমরা আবার বলছি- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে। ওবায়দুল কাদের বলেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কোন সংবিধান? যেখানে বার বার কাটাছেঁড়াা করা হয়েছে নিজের প্রয়োজনে। সেই সংবিধান অনুযায়ী দেশ চলতে পারে না।

এই সরকার পরিকল্পিতভাবে রাজনীতি ধ্বংস করেছে ভোটের অধিকার হরন করেছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চায়। তত্ত্বাবধায়ক সরকার বাদে নির্বাচন করতে দেওয়া হবে না। সারা বাংলাদেশে ধানের শীষ গর্জে উঠেছে। প্রতিবাদ সমাবেশ করছে। আর তাতে সরকারের পেটুয়া বাহিনী হিসাবে পুলিশ মাঠে নেমেছে। আপনারা সমাবেশ ঘিরে এ অমানবিক কাজ করেছেন দয়া করে আর এমন অত্যাচার করবেন না। আপনারা প্রজাতন্ত্রেও কর্মচারী। মজলুম জনগণের উপর অত্যাচার করতে পারেন না। তিনি উপস্থিত জনতার উদ্যোশে প্রশ্ন করেন আপনারা কেমন আছেন? উৎপাদিত পণ্যের নার্য্যমূল্য পাচ্ছেন ? বিনামূল্যের সার কোথায়,। ঘরে ঘরে চাকুৃরি কোথায়। এরা প্রতিশ্রুতি দিয়ে কিছুই দিতে পারেনি।

তিনি বলেন, আমাদের অন্দোলন বেগম খালেদা জিয়াকে বা তারেক রহমানকে ক্ষমতায় বসানোর জন্য নয়। আমাদের আন্দোলন জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সর্বদলীয় সরকারের মাধ্যমেই আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। আমাদের প্রতিবাদ নিত্যপ্রয়োজণীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, খুন,গুম, হমলা, মামলা এবং খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির জন্য আন্দোলন। রাজশাহীকে শেষে ধন্যবাদ জানিয়ে বলেন আপনারা সকল বাধা বিপত্তি উপেক্ষা করে অবর্ননীয় কষ্ট করে তিনদিন ধরে সমাবেশের জন্য সমবেত হয়েছেন। সেজন্য কৃতজ্ঞতা জানায়।

প্রধান বক্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে ১২ হাজার নতুন কোটিপতি হয়েছে যা চিনের চেয়েও বেশি। আর সাড়ে তিন কোটি মানুষ অধিক গরিব হয়েছে। মানুষের কষ্ট বেড়েছে। বাংলাদেশে হালাল উপার্জন করে কেউ শান্তিতে থাকতে পারছে না। যারা চোর, ঘুষখোর, দুর্নীতিবাজ তারাই শান্তিতে আছে। শেখ সাহেব বলেছেন, চারিদিকে শুধু চোর। সামনে চোর, পিছনে চোর। চাটার দল চেটে খেল। উনি মরে গেছেন কিন্তু আওয়ামীলীগের চোর গুলো বেচে আছে। ফরিমদপুর ছাত্রলীগের একটা জেলা পর্যায়ের নেতা ২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। তাহলে বড় বড় নেতা এমপি মন্ত্রীদের কি অবস্থা। তারা কত করেছেন। বেগমপাড়া, সুইস ব্যাংক, সেকেন্ড হোমের জন্য লক্ষ কোটি টাকা পাচার করেছে। এই সরকারের লজ্জা শরম নাই। এই সরকার বলে উন্নয়ন করেছে। প্রশ্ন হলো কার উন্নয়ন হয়েছে। জনগণের না আওয়ামীলীগের। আওয়ামীলীগ খেলার কথা বলেন। খেলা হবে তবে তা জনগণের সাথে।

স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান টুকু বলেন, রাজশাহী বিভাগীয় সমাবেশ করতে গিয়ে পুলিশ বাহিনীর তান্ডব দেখেছি। পথে পথে বাধা দেখেছি। আগে থেকে আসা কর্মীদের নাজেহাল করা হয়েছে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। কিন্তু আজও গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। মানুষের মুক্তির জন্য আরেকটি যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের মাধ্যমে আমরা মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনবো। সারা দেশের মানুষের এখন একটি আওয়াজ হটাও হাসিনা বাঁচাও দেশ। জনগনকে রক্তচক্ষু দেখিয়ে লাভ নেই। এদেশে তরুন প্রজম্ম নতুন করে যুদ্ধ শুরু করবে।

মিজানুর রহমান মিনু বলেন, আজ দেশে চারিদিকে হাহাকার। ঘরে ঘরে খাবার নেই। বাচ্চার দুধ নেই। এমনকি ছেলে মেয়ে বিক্রি করে স্বামী স্ত্রী আত্মহত্যা করছে। যারা মানুষের রক্ত চুষে খেয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আগামী দিনের ফয়সালা হবে রাজপথে।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, রাজশাহী থেকে পুরো বিভাগকে বিচ্ছিন্ন করা হয়েছে। সমাবেশকে বাধাগ্রস্ত করতে যত প্রক্রিয়া রয়েছে সমস্ত কিছু করা হয়েছে। এত বাধা সত্ত্বেও দূর-দূরান্ত থেকে পদে পদে বাধা, পুলিশি তল্লাশি উপেক্ষা করে তিনদিন আগে থেকেই বিভিন্নভাবে রাজশাহী শহরে প্রবেশ করেছে নেতাকর্মীরা। সরকার যতোই বাঁধা দিক এবারের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। শুধু তা-ই নয়, সমাবেশের দিন সকাল থেকে সকল প্রকার ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে যাতে দেশের জনগণ সমাবেশের লাইভ না দেখতে পারে। এমনকি সমাবেশের মাইক ও পুলিশ হ্যাক করার চেষ্টা করেছে। বর্তমান সরকার গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকান্ড ও হুমকি -ধামকি দিয়ে বিএনপিকে দমন করতে চাচ্ছে। সরকার যতোই ষড়যন্ত্র করুক আগামীর নির্বাচন ভোট চুরির নির্বাচন হতে দেওয়া হবে না। সমাবেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য চেয়ার রাখা হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ