পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নাগরিকের জানার অধিকার আছে
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কোন্ প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ঋণ দিয়েছে-নাগরিকের সেটি জানার অধিকার রয়েছে। তাই ঋণের গ্রহিতা এবং প্রতিষ্ঠানের নাম ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। চেক ডিজ অনারের মামলার ওপর স্থগিতাদেশ দিয়ে বিচারপতি মো: আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। গত ২৩ নভেম্বর এ রায় ঘোষণা করা হয়।
রায়ে হাইকোর্ট বলেছেন, ব্যাংকের টাকা যেহেতু জনগণের আমানত, তাই জনগণের টাকা কোন্ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে সেটি তাদের জানার অধিকার রয়েছে।
রায়ে আরও বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক প্রতিটি ঋণের বিপরীতে ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অবিলম্বে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করবে। আর্থিক প্রতিষ্ঠানগুলো কী পদ্ধতিতে খেলাপি ঋণ আদায় করবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা দিতে হবে স্যাংশন লেটারে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক সকল ঋণ প্রদানে সর্বোচ্চ স্বচ্ছতা ও আধুনিকীকরণের পদক্ষেপ নেয়ার পরামর্শ দেবে ও নিয়মিত বিরতিতে তা দেখাশোনা করবে বাংলাদেশ ব্যাংক। ১৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে ব্যাংক ঋণ সংক্রান্ত নতুন এই নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গত ২৩ নভেম্বর এখন থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দেন হাইকোর্ট। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য শুধুমাত্র ২০০৩ সালের অর্থঋণ আইনে বর্ণিত উপায়ে অর্থঋণ আদালতে মামলা করতে পারবে। পাশাপাশি বর্তমানে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের দায়ের করা সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধ থাকবে বলে রায়ে বলা হয়। বাংলাদেশ ব্যাংককে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।