Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফালুসহ তিন জনের অর্থপাচার মামলা অধিকতর তদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০২২, ১২:৪৯ এএম

সাবেক বিএনপি নেতা ও এমপি মোসাদ্দেক আলী ফালুসহ ৩ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা পুন:তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ সৈয়দ কামাল হোসেনের আদালত এ আদেশ দেন। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে ২৩ ফেব্রæয়ারি। এর মধ্যে ‘অধিকতর তদন্ত’ প্রতিবেদন দাখিল করতে হবে।
১৮৩ কোটি ৯২ লাখ টাকা দুবাই পাচারের অভিযোগে ২০১৯ সালের ১৩ মে উত্তরা পশ্চিম থানায় ফালুসহ তিন জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজাহারভুক্ত অপর দুই আসামি হলেন, আরএকে সিরামিকস লিমিটেড’র ডেভলপমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এসএকে ইকরামুজ্জামান এবং স্টার সিরামিকস প্রাইভেট লি:র সৈয়দ একে আনোয়ারুজ্জামান। মামলার তদন্ত শেষে গতবছর ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর তৎকালিন দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে চার্জশিট দেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। চার্জশিটভুক্তদের মধ্যে ইকরামুজ্জামান এবং আনোয়ারুজ্জামান জামিন রয়েছেন। মোসাদ্দেক আলী ফালুকে ‘পলাতক’ দেখানো হয়েছে। চার্জশিট দাখিলের পর মামলা সংক্রান্ত নতুন বেরিয়ে আসায় দুদকের পক্ষে অধিকতর তদন্তের আবেদন করা হয়। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মীর আহম্মদ আলী সালাম। গত ২৭ অক্টোবর অধিকতর তদন্তের আবেদন দেয় দুদক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ