Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাকে নির্বাচিত করলে নগরবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করবো-মুফতী মাসুম বিল্লাহ

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ গতকাল হাতপাখা প্রতীকসহ সকাল থেকে নেতাকর্মীদের নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল, আটি, হিরাঝিল, মিজমিজি, পাইনাদী নতুন মহল্লা, চিটাগাংরোড, মিজমিজি পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, কান্দাপাড়া, সাহেবপাড়া এলাকায় গণসংযোগ করেন। বেলা ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ এর সঞ্চালনায় চিটাগাংরোডে পথসভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ। এসময় তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে ২২ ডিসেম্বর হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি নগরবাসীর ন্যায্য অধিকার নিশ্চিত করবো ইনশা-আল্লাহ। তিনি আরও বলেনÑ নগরবাসী শান্তি চায়, নেতা ও নেতৃত্বের পরিবর্তন চায়; আমি সিটিবাসীকে বলবো আমরা স্বাধীনতার ৪৫ বছর অতিক্রম করেছি। এ ৪৫ বছরে অনেক প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছি, অনেকের শাসন দেখেছি কিন্তু আমরা শান্তি পাইনি। আমরা যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসাই তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে সত্যি কিন্তু ভোটারদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। আমি নগরবাসীকে অনুরোধ করবো ১টি বার হাতপাখা মার্কায় ভোট দিয়ে নীরব ব্যালট বিপ্লব ঘটিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহা. বিল্লাল হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম মহানগরের সদস্য সচিব মু. আব্দুল হান্নান, দ্বীনি সংগঠনের মাওলানা সামছুজ্জামান, মুহা রহিমউদ্দিনসহ ইশা ছাত্র আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।



 

Show all comments
  • Carlee ২৫ ডিসেম্বর, ২০১৬, ২:৩৯ পিএম says : 0
    I feel safteiisd after reading that one.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ