Inqilab Logo

রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজশাহী বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৮

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮৫.৮৮ শতাংশ। পরীক্ষায় মোট অংশগ্রহণকারী ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। জিপিএ - ৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন। গত বছর পাশের হার ছিলো ৯৪.৭১ শতাংশ । এবার ৯ শতাংশ কম। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮৬ হাজার ২৫১ জন। আর অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ১৫৪ জন। এছাড়া বিভাগ উন্নয়নের জন্য ১৯৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। বিজ্ঞান বিভাগ থেকে ৮৭ হাজার ৬৮৪ জন, মানবিক বিভাগ থেকে ৯৯ হাজার ৫৮২ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৯ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

রাজশাহীর ৫৩ কেন্দ্রে ৫০৮ প্রতিষ্ঠানের ৩০ হাজার ৭৬৯, চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেন্দ্রে ২৩৭ প্রতিষ্ঠানের ১৫ হাজার ৩৯, নাটোরে ২৬ কেন্দ্রে ২৯ প্রতিষ্ঠানের ১৭ হাজার ৯৩৯, নওগাঁর ৩৯ কেন্দ্রে ৪২১ প্রতিষ্ঠানের ২৩ হাজার ৭৫৬, বগুড়ার ৪২ কেন্দ্রে ৪৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৯৯৭, পাবনার ৩১ কেন্দ্রে ২৯৯ প্রতিষ্ঠানের ২৯ হাজার ৮২১, সিরাজগঞ্জে ৪৬ কেন্দ্রে ৩৪৬ প্রতিষ্ঠানের ৩৪ হাজার ৬২১, জয়পুরহাটে ১৭ কেন্দ্রে ১৪০ প্রতিষ্ঠানের ৯ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের রাসিক মেয়রের অভিনন্দন : ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অভিনন্দন বার্তায় মেয়র বলেন, যেসব শিক্ষার্থী বন্ধুরা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমি তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তোমরা যারা যে কোনো কারণেই হোক উত্তীর্ণ হতে পারনি, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। এখন থেকে চেষ্টা করলে ভবিষ্যতে নিশ্চয়ই তোমরা এ বাধা অতিক্রম করে ভালো ফল অর্জন করতে পারবে। কৃতী শিক্ষার্থীরা পরবর্তী একাডেমিক জীবনের চুড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মত নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে তোমরা আরো সাফল্য বয়ে আনবে-এই প্রত্যাশা করি। আমি তোমাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ