Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ এগিয়ে মেয়েরা

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৮৯ দশমিক ০২ শতাংশ। পাসের হারে ছেলেরা বেশি থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। গতকাল দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এই তথ্য জানানো হয়।

পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ জন। এতে পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ। এছাড়াও পাস করা ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৩০৫ জন। তাদের পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ।

অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের (ছাত্র) সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন এবং মেয়েদের (ছাত্রী) সংখ্যা ৮ হাজার ৪৪৮ জন। তবে এবারের ফলাফলে ময়মনসিংহ বোর্ডে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। চার জেলার মোট ১ হাজার ৩০৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯ হাজার ৯৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪ টি এবং শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান রয়েছে একটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ