পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
না.গঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : শনিবার পীর সাহেব চরমোনাই মনোনীত ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ হাতপাখা প্রতীকসহ গতকাল সকাল থেকে নেতা-কর্মীদের নিয়ে শহরের ডি.আই.টি, মেট্রো, কালিবাজার, মাসদাইর বাজার ও চাষাঢ়া এলাকায় গণসংযোগ করেন। সকাল ১১টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় ডিআইটিতে পথসভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ। এ সময় মুফতী মাসুম বিল্লাহ নগরের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন নগরবাসীর জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। নগরবাসী সকালে গ্যাস সংকটের কারণে ঠিকমত নাস্তা করে বাড়ি থেকে বের হতে পারে না। অনেকে না খেয়ে অফিসে চলে যায়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোলারাম কলেজ রোড মোড়ে ফুট ওভার ব্রিজ না থাকায় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে ক্লাস করতে হয়। নগরবাসী আমাকে ২২ ডিসেম্বর হাতপাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি নগরবাসীর গ্যাসের সংকট দূরীকরণ করবো এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের নির্বিঘেœ রাস্তা পারাপারের জন্য ফুট ওভার ব্রিজ এর ব্যবস্থা করবো ইনশাল্লাহ।
নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেন প্রতিদিন সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতী মাসুম বিল্লাহর হাতপাখা মার্কার অবিরাম প্রচারণা চলছে। আমরা লক্ষ্য করেছি সিটি কর্পোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় নারয়ণগঞ্জ সিটিবাসী হাতপাখা মার্কাকে সাদরে গ্রহণ করেছেন এবং দলমত নির্বিশেষে সকলে হাত পাখা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। নগরবাসী শান্তি চায়, মুক্তি চায়, নেতা ও নীতির পরিবর্তন চায়; তাই তারা জনপ্রিয় মার্কা হাতপাখা মার্কায় ভোট দিয়ে নগরের অশান্তির অবসান ঘটাতে চায়। আরো উপস্থিত ছিলেন শহর শাখার সহ-সভাপতি মুহা. দেলোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি মুহা. আব্দুর রহমান প্রধান, ইসলামী শ্রমিক আন্দোলনের মহানগরের সহ-সভাপতি হাফেজ আমিন উদ্দিনসহ ইশা ছাত্র আন্দোলন , ইসলামী শ্রমিক আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।